মুম্বাই, ১১ মে- চুল আর দাড়ি যতটা সাদা, তার থেকে অনেক বেশি রঙিন আমার জীবন ভারত-এর পোস্টার লঞ্চের পর সোশ্যাল মিডিয়ায় এ কথা লিখেছিলেন সালমান খান। কীভাবে ছবির জন্য নিজেকে অতটা বদলে ফেলেছিলেন, তা নিয়ে প্রশ্ন ছিল অনুরাগীদের মধ্যে। এবার সেই রহস্যের সমাধান হল। খবরে বলা হয়, ভারত-এ এক তরুণের ৭০ বছর বয়স পর্যন্ত জার্নি দেখানো হয়েছে। ফলে সালমানের ওপর বিভিন্ন বয়স ফুটিয়ে তোলার জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাত্কারে ভারত-এর পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, প্রতিদিন আড়াই ঘণ্টা ধরে মেকআপ করতে হত সালমানকে। আলির কথায়, ইউকে-র একটি কোম্পানি এই ছবিতে সালমানের প্রস্থেটিক মেকআপের ডিজাইন করেছিল। এই লুকটা আনার জন্য সালমান স্যারকে প্রায় ২০টা মুখোশ আলাদা আলাদা ভাবে ট্রাই করতে হয়েছিল। খুব কঠিন একটা পদ্ধতি। কিন্তু স্যার ধৈর্য্য ধরে করেছিলেন সবটা। একটি কোরিয়ান ছবির রিমেক ভারত। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস। এ ছবির প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো। এই ছবির মাধ্যমেই বেশ কয়েক বছর পর সালমান- ক্যাটরিনা অনস্ক্রিন রোম্যান্স দেখবেন দর্শক। প্রথমে ক্যাটরিনার চরিত্রের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার কথা ভেবেছিলেন সালমান। অনেকেই ভেবেছিলেন, এই ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করবেন প্রিয়াঙ্কা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান প্রিয়াঙ্কা। সে নিয়ে দুই তারকার মধ্যে মনোমালিন্য তৈরি হলেও পরে তা মিটে যায় বলেই মনে করেন বলিউড মহলের একটা বড় অংশ। এছাড়াও দিশা পাটানি এবং টাবুর অভিনয়েও সমৃদ্ধ ছবিটি। আর এস/ ১১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2YnEiZn
May 11, 2019 at 06:37PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন