রিয়াদ, ০৩ মে- সৌদি আরবের শাকরা শহরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির পরিচয় জানা গেছে। গত বুধবার সকালে রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে শাকরায় ১৭ জন বাংলাদেশিকে বহনকারী একটি মিনিবাস চাকা ফেটে উল্টে যায়। এতে ১০ বাংলাদেশি নিহত হন। তারা সবাই আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কর্মাশিয়াল কন্ট্রাক্টস নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নিহত ১০ বাংলাদেশি হলেন ১. বাহাদুর, পিতা: হাবেজ উদ্দিন, মাতা: মালেকা, ঠিকানা-ঝাগরমান, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর: বিডব্লিউ ০৩৩৭২৯৯। ২. রফিকুল ইসলাম, পিতা মো. আনোয়ার হোসেন, মাতা হিরা খাতুন, ঠিকানা- মাধবপুর. বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া, পাসপোর্ট নম্বর- বিডব্লিউ ০৭৯৮০৭৪। ৩. মো. ইউনুস আলী, পিতা মো. আব্দুল খালেক, মাতা আমেনা খাতুন, ঠিকানা- রঘুনাথপুর, আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ পাসপোর্ট- বিওয়াই ০৫২৫৪৯৩। ৪. জামালউদ্দিন মাঝি, পিতা মান্নান মাঝি, মাতা নুরজাহান, ঠিকানা- তারাকান্দি, মনোহরদি, নরসিংদী, পাসপোর্ট- বিএন ০৫৭১৭৩৬। ৫. গিয়াসউদ্দিন মৃধা, পিতা মো. তফিজউদ্দিন মৃধা, মাতা মোসা. হামিদা, ঠিকানা- তেগরা, মান্দা, নওগাঁ, পাসপোর্ট নম্বর- বিএল ০১৭৭৮১৭। ৬. মো. জুয়েল, পিতা মো. গিয়াসউদ্দিন, মাতা আমেনা খাতুন, ঠিকানা- বাহাদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, পাসপোর্ট নম্বর- বিই ০২৪৫৪০৬। ৭. ইমদাদুল, পিতা রশিদ, মাতা মোসাম্মত কাজলি বেগম, ঠিকানা- তাতারদি, শেখেরগাঁ, মনোহরদী, নরসিংদী, পাসপোর্ট নম্বর- বিএক্স ০৪০০৩৪৮। ৮. মো. মানিক, পিতা মো. রমজান আলী, মাতা মোসা. মানিকজান, ঠিকানা- তুরুকবাড়িয়া, মান্দা, নওগাঁ, পাসপোর্ট নম্বর- বিএক্স ০৫০৫৯৫৩। ৯. মো. আল আমিন, পিতা আব্দুল মান্নান শেখ, মাতা পদেনা বেগম, ঠিকানা- দমনমারা, খিদিরপুর, মনোহরদী, নরসিংদী, পাসপোর্ট নম্বর-বিপি ০০৪৯৫২৩। ১০. মো. মনির হোসেন, পিতা মো. শামসুল হক, মাতা মমতাজ বেগম, ঠিকানা- কস্তুরিপাড়া, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর- বিএক্স ০৫৬৪৮১৮। ওই দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাংলাদেশি হলেন, ১. নুরুল ইসলাম, পিতা নায়েব আলী, মাতা রোমেসা, ঠিকানা- বলদি কোকধরা, কালিহাতি, টাঙ্গাইল, পাসপোর্ট নম্বর- বিএন ০৬৯১৮৪৩। তিনি বর্তমানে রিয়াদের প্রিন্স মো. বিন আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ২. মো. রশিদুল ইসলাম, পিতা মো. ফজলু শেখ, মাতা মোসাম্মত মাবিয়া খাতুন, ঠিকানা- ওয়ার্ড নম্বর ৩, জুনিয়াদহ, ভেড়ামারা, কুষ্টিয়া, পাসপোর্ট নম্বর- বিএইচ ০৩৭৬৫৬২। তিনি রিয়াদের কিং সউদ মেডিক্যাল সিটি হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া, প্রাথমিক চিকিৎসা নিয়েছেন- ১. মো. নাজমুল, পিতা মামুদ মিয়া, মাতা সপ্না বেগম, ঠিকানা- ডাংরি, গোবিন্দপুর, হোসেনপুর, কিশোরগঞ্জ, পাসপোর্ট নম্বর- বিওয়াই ০০৯৩৬৩২। ২. মো. ইউসুফ আলী, পিতা মো. আব্দুর রশিদ, মাতা মোসা. ফাতেমা খাতুন, ঠিকানা- উরপা, জয়পুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, পাসপোর্ট নম্বর- বিএক্স ০৬৬৯৫৭০। ৩. ফুল মিয়া, পিতা ফরিদ মিয়া, মাতা জোহরা খাতুন, ঠিকানা- আয়ুবপুর, বাঞ্চারামপুর, বি.বাড়িয়া, পাসপোর্ট নম্বর- বিটি ০১৫৬৯০৮। ৪. রায়হান মিয়া, পিতা মেনু মিয়া, ঠিকানা- ছাইয়া আলাদি বাজার, নারান্দি, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। ৫.রাজিব নামে একজন প্রাথমিক চিকিৎসা নিলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আর এস/ ০৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VMg3X0
May 03, 2019 at 11:31PM
03 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top