মুম্বাই, ০৩ মে- তার দৌলতেই বলিউডে বিখ্যাত হয়েছে আইটেম সং। দিল সে ছবিতে ট্রেনের উপর শাহরুখ খানের সঙ্গে তাঁর জনপ্রিয় ছাঁইয়া ছাঁইয়া মনে নেই এমন দর্শক বোধহয় নেই। কিন্তু সেই মালাইকা আরোরাই বেজায় চটলেন তার সেই সব গানকে আইটেম নম্বর বলাতে। অকপট মালাইকা স্পষ্ট জানালেন, কেউ তাকে আইটেম বললে সপাটে চড় কষাবেন গালে। সম্প্রতি একটি সাক্ষাত্কারে মালাইকা জানিয়েছেন, আজ পর্যন্ত আমি যে কয়টা গানের সঙ্গে নাচ করেছি সম্পূর্ণ নিজের ইচ্ছায় করেছি। কেউ কখনও কোনো জোর খাটায়নি। যদি কখনও মনে হত, যে আমাকে গানটিতে পণ্য হিসেবে পেশ করা হচ্ছে, তাহলে আমি নিজেই সেই কাজ ছেড়ে বের হয়ে আসতাম। আমাকে বোকা ভাবার কোনো কারণ নেই। গানগুলির ইঙ্গিতপূর্ণ কথা নিয়ে তাকে প্রশ্ন করা হলে মালাইকা বলেন, তার কখনওই মনে হয়নি ওই গানগুলি শালীনতার সীমা অতিক্রম করেছে কখনও। যদি আইটেম শব্দটি নিয়ে তার প্রবল আপত্তি আছে, তবে এই ধরনের গান ছবিতে নিষিদ্ধ করার পক্ষপাতী একদমই নন তিনি। আর এস/ ০৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JjzxMl
May 04, 2019 at 01:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top