কলকাতা, ২৬ মে- এবার ওয়েব সিরিজে অভিনয় করলেন যিশু সেনগুপ্ত। সাহিত্যিক অরুণ রমনের কল্পবিজ্ঞান নির্ভর গল্প স্কাইফরমার অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। সেই ছবিতে এক উদীয়মান নেতার ভূমিকায় দেখা যাবে যিশুকে। সঙ্গে আছেন প্রতীক বব্বর, সোনাল চৌহান, যতীন গোস্বামী, শতাফ ফিগার প্রমুখ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে আমরা কীভাবে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছি তাই নিয়েই এই ছবির গল্পসূত্র। ছয় পর্বের এই সিরিজের পরিচালনায় শাবিনা খান। তবে কল্পবিজ্ঞানের গল্প হলেও এর সঙ্গে জড়িয়ে আছে থ্রিলারও। এক দুর্যোগের রাতে অনাথ আশ্রমের একটি ছেলে হঠাৎ করেই হারিয়ে যায়। আর তাকে খুঁজতে আসে এক সাংবাদিক ও ইতিহাসবিদ। মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে যিশু জানালেন, আমার চরিত্রের নাম ধর্মা। লোকের সবরকম আপদে বিপদে সঙ্গে সঙ্গে থাকে। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের পরেই গল্পে আসে একটা টুইস্ট। তারপর কী হল এই ধর্মার? প্রতীক জব্বর অভিনয় করেছেন সাংবাদিক চন্দ্রশেখরের ভূমিকায় আর সোনাল চৌহানের চরিত্র ইতিহাসবিদের। এই ছবির শুটিং হয়েছে মুম্বই, দিল্লি ও দেরাদুনে। জি ফাইভ ডিজিট্যাল প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি। এন এ/ ২৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/30IlplU
May 26, 2019 at 01:55PM
26 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top