বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে বেশ জমজমাট কথার লড়াই চলছে শহিদ আফ্রিদি আর গৌতম গম্ভীরের মধ্যে। দুজনের পুরনো বিবাদটা আবারও মাথাচাড়া দেয় আফ্রিদির আত্মজীবনী প্রকাশের পর। সেখানে তিনি গম্ভীরকে নিয়ে নানা সমালোচনা করেন। এর আগে গম্ভীর বলেছিলেন, কোনোভাবেই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয় ভারতের। এমনকি ফাইনালে উঠলেও নয়। এবার গম্ভীরকে সেই কথা মনে করিয়ে দিয়েছেন আফ্রিদি। ক্রিকেট খেলার সময় থেকেই এই দুই ক্রিকেটারের সম্পর্ক অত্যন্ত খারাপ। অবসর নেওয়ার পরে দেখা যাচ্ছে সেই সম্পর্ক আরও খারাপ হয়েছে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে আগ্রাসী মেজাজে আফ্রিদি বলেন, আপনাদের কি মনে হয় কোনো রকম ভাবনা চিন্তা করে গৌতম ওই কথাগুলো বলেছে? কোনো শিক্ষিত মানুষ এ সব কথা বলতে পারে? তখন আফ্রিদিকে মনে করিয়ে দেওয়া হয়, সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির ব্যানারে প্রার্থী হওয়া গৌতম গম্ভীর ভোটে জিতে গেছেন। জবাবে উত্তেজিত আফ্রিদি বলেন, খুব গর্ভদের মতো কথাবার্তা বলেছে গৌতম। পড়াশোনা না জানা লোকে এরকম কথা বলে। ওরা (ভারতের ভোটাররা) এমন এক জন লোককে ভোট দিয়েছে যার কোনো বুদ্ধি নেই। এমএ/ ০৫:৫৫/ ২৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HVmNsJ
May 26, 2019 at 01:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন