কলকাতা, ২৬ মে- সামাজিক হোক বা রাজনৈতিক বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মুখ খোলেন গায়ক সোনু নিগম। কখনও মিটু মুভমেন্ট, কখনও লাউডস্পিকারে আজান চালানো, কখনও বা পাবলিক প্লেসে জাতীয় সঙ্গীত গাওয়া। তার জন্য ট্রোলিংও সামলাতে হয়। কিন্তু তাতে থোড়াই কেয়ার! সত্যি কথা স্পষ্ট ভাবে বলতে পছন্দ করেন তিনি। আর এ অভ্যেস নাকি ছাড়তে পারবেন না। এ হেন সোনু নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন? বলি সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক দল থেকে সোনুকে নাকি যোগদানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে সংবাদ সংস্থাকে ইমেল মারফত্ সোনু বলেছেন, এই মুহূর্তে আমি রাজনীতির জন্য তৈরি নই। হ্যাঁ, অফার পেয়েছি। কিন্তু খুব বিনয়ের সঙ্গেই সেগুলো ফিরিয়ে দিয়েছি। সদ্য লোকসভা ভোটে বিজেপির বিপুল জয়ের পর নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন সোনু। বলিউডের বহু সেলেবই যদিও অভিনন্দন জানিয়েছেন। তবুও এই ঘটনা থেকেই বলি মহলের অনেকের ধারণা, সম্ভবত গেরুয়া দল থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল সোনুকে। যদিও প্রকাশ্যে কোনও দলের নামই তিনি বলেননি। এমএ/ ০৬:০০/ ২৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2X5g0TG
May 26, 2019 at 02:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top