লন্ডন, ০৫ মে- একদিকে বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন বুনছে মাশরাফি বিন মর্তুজারা অপর দিকে দুর্দান্ত এক অর্জন এনে দিলো বাংলাদেশের পথশিশুরা। বড়দের আগেই শিশুরা এনে দিলো বিশ্বকাপে জয়ের স্বাদ। প্রথমবারের মতো আয়োজিত হয়েছে স্ট্রিট চিলড্রেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। যেখানে মরিশাসের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছে বাংলাদেশের শিশুরা। এরই মধ্যে দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার মাঠে নেমেছে বাংলাদেশ। ৩০ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত লন্ডনে চলবে পথশিশুদের এই বিশ্বকাপ। এমন গৌরবময় একটি উৎসবে অংশ নেওয়াটাই দারুণ এক ব্যাপার। সেখানে সিক্স-এ-সাইড ম্যাচে জয় নিয়েই ফিরেছে সানিয়া মির্জা, জেসমিন আক্তার, স্বপ্না আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, রুবেল ও নিজাম হোসেনদের দল। প্রথমে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪৮ রান তোলে বাংলাদেশ দল। জবাবে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে মরিশাস। এই আয়োজনে বাংলাদেশ, ইংল্যান্ডসহ ১০টি দেশের ৮০ পথশিশু অংশ নিচ্ছে। সব দেশ থেকে চারজন মেয়ে এবং চারজন ছেলে শিশুকে নির্বাচিত করা হয়েছে। ক্যামব্রিজে প্রথম রাউন্ড ম্যাচের পর টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব হবে লর্ডসে। সূত্র: বাংলা নিউজ এমএ/ ০৫:৩৩/ ০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2IZIdI9
May 05, 2019 at 11:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top