ডাবলিন, ০৫ মে- আয়ারল্যান্ডে পৌঁছে বৃহস্পতিবার গা গরমের অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর শুক্রবার ও শনিবার পুরোদমে অনুশীলন করেন মাশরাফিরা। ভালোমতোই অনুশীলন করেছেন তারা। এ স্বস্তির মধ্যে আছে অস্বস্তির খবর। দেশটির প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া কাঁপিয়ে ছাড়ছে তাদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, দলের সবাই অনুশীলন করেছে। তবে ঠাণ্ডাটা কিছুটা সমস্যা সৃষ্টি করেছে। বাংলাদেশের আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয় ২২ এপ্রিল মিরপুরে। সেসময় ঢাকায় তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। প্রচণ্ড গরম থেকে ক্রিকেটারদের এখন কনকনে শীতের সঙ্গে মানিয়ে নেয়ার লড়াই করতে হচ্ছে। মিনহাজুল আবেদিন বলেন, দলের সবাই সুস্থ আছে। আজ আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দল। আশা করি, সব ঠিক হয়ে যাবে। কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেয়ার ক্ষেত্রে উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি দারুণ কাজে দেবে বাংলাদেশের। তবে ম্যাচটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না টাইগাররা। নিজেদের মানিয়ে নেয়ার অংশ হিসেবে ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে খেলানোর লক্ষ্য তাদের। সূত্র: যুগান্তর এমএ/ ০৫:৩৩/ ০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VMdiVU
May 05, 2019 at 11:58AM
05 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top