লন্ডন, ৩০ মে- বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। সে ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। আর এ ম্যাচেই বাংলাদেশকে হেয় করেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার। অফিসিয়াল দায়িত্ব পালনের চেয়ে বাংলাদেশকে হেয় করায় বেশি ব্যস্ত থাকায় তিনি আবারও পড়েছেন তুমুল সমালোচনার মুখে। বাংলাদেশকে হেয় করায় বিশ্বকাপের ধারাভাষ্যকারের ২৪ জনের তালিকায় থাকা সঞ্জয় মাঞ্জেরেকারকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশের সমর্থকরা। গত মঙ্গলবার কার্ডিফে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতীয় খেলোয়াড় বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুলদের নিয়ে প্রচুর গলাবাজি করেন ভারতের জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এখানেই থামেননি তিনি, বাংলাদেশকে হেয় করে টুইটও করেছেন তিনি। সঞ্জয় মাঞ্জেরেকার তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেন, বিরাট কোহলি এখনও কেন সময় নিচ্ছেন ইনিংস ঘোষণা করতে? ওয়ানডে ক্রিকেটে ইনিংস ঘোষণা করার কথা বলা মানে প্রতিপক্ষ দলকে হেয় করা, যা করেছেন বারবার বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা সঞ্জয় মাঞ্জেরেকার। তার এমন হেয়-প্রতিপন্নমূলক টুইটে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। অনেক বাংলাদেশি ক্রিকেট ভক্তই তার সমালোচনা করেন। কিছু ভারতীয় সমর্থকও সঞ্জয় মাঞ্জেরেকারের এই বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেছেন। আর/০৮:১৪/৩০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2YUsTAz
May 30, 2019 at 10:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন