লন্ডন, ৩০ মে- বিশ্বকাপ মিশনে মাঠে নামার আগে বিরাট কোহলিকে টপকে যাওয়ার মুখে দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলার। ইংল্যান্ডের বিপক্ষে ৯০ রান করতে পারলেই ভারতীয় অধিনায়কের দ্রুততম আট হাজার রানের রেকর্ড ভেঙে দেবেন তিনি। কোহলি ওয়ানডে ক্রিকেটে আট হাজার রান করেন ১৭৫ ইনিংসে। সেখানে আমলা এখন পর্যন্ত খেলেছেন ১৭১ ইনিংস। সুতরাং বিশ্বকাপ ২০১৯ আসরের উদ্বোধনী ম্যাচেই ইন্ডিয়ান ব্যাটিং মায়েস্ত্রোকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রোটিয়া ওপেনারের। এর আগে ওয়ানডেতে দ্রুততম ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ হাজারি ক্লাবে পা রাখার রেকর্ড গড়েন আমলা। ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারলে চতুর্থ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি গড়বেন তিনি। ৩৬ বছর বয়সী ওপেনারের আগে এর নজির আছে জ্যাকস ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স ও হার্শেল গিবসের। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আমলার সামনে আরেকটি রেকর্ডের হাতছানি। এ ম্যাচে ৩৭ রান করতে পারলে দ্বিতীয় প্রোটিয়া হিসেবে ইংলিশদের সঙ্গে এক হাজার রান পূর্ণ করবেন তিনি। ইংলিশদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ওয়ানডেতে প্রথম হাজার রান করেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিস। আমলা এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১৭৪ ওয়ানডে। ৪৯.৭৪ গড়ে সংগ্রহ করেছেন ৭৯১০ রান। নামের পাশে রয়েছে ২৭ সেঞ্চুরি ও ৩৭ হাফসেঞ্চুরি। এবার বিশ্বকাপে তার জ্বলে ওঠার অপেক্ষায় ভক্তরা। এন এ/ ৩০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/30SYAfn
May 30, 2019 at 11:02AM
30 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top