কলকাতা, ২৮ মে- জামাত উল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ জঙ্গি তথা জেএমবি ভারতীয় শাখার আমির (প্রধান) সালাউদ্দিন সালেহীন এখন পাকিস্তানে আত্মগোপনে৷ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে অবাধে যাতায়াত করা এই কুখ্যাত জঙ্গি নেতার বিষয়ে সর্বশেষ এমনই তথ্য এসেছে৷ বাংলাদেশ গোয়েন্দা বিভাগের ধারণা, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে গোপনে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের মালদহ হয়ে পাকিস্তানে পাড়ি জমিয়েছে সালাউদ্দিন৷ ভারতরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) তালিকায় মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি নেতা৷ পশ্চিমবঙ্গকে ভিত্তি করে জেএমবি যে জঙ্গি কার্যকলাপ শুরু করেছিল৷ তাদের লক্ষ্য, বাংলাদেশে অস্থিরতা তৈরি করা৷ ২০১৪ সালের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের (এখন পূর্ব বর্ধমান জেলা) ঘটনা এই ষড়যন্ত্র উদ্ঘাটিত করে৷ জানা যায় জেএমবি তাদের শাখা প্রশাখা ছড়িয়েছে পশ্চিমবঙ্গ ও অসমের বিভিন্ন জেলায়৷ বর্ধমান শহরের উপকণ্ঠে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার কিছু আগেই সালাউদ্দিন সালেহীনকে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় পুলিশের ভ্যান থেকে ছিনতাই করা হয়েছিল৷ এই জঙ্গি অপারেশনের পরেই সালেহীন পশ্চিমবঙ্গ থেকে পরবর্তী জঙ্গি তৎপরতা চালিয়ে যায়৷ ততদিনে বাংলাদেশে জেএমবি ভেঙে নব্য জেএমবি তাদের নাশকতার ষড়যন্ত্র শুরু করেছে৷ আর পুরনো জেএমবি সালাউদ্দিন সালেহীনের নেতৃত্বে পশ্চিমবঙ্গ থেকেই নিজেদের সংগঠন চাঙ্গা করতে থাকে৷ আর এস/ ২৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JJ2oKJ
May 28, 2019 at 12:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন