লন্ডন, ২৮ মে- বাংলাদেশের বিপক্ষে টস হেরে বাটিংয়ে নামে ভারত। ব্যাট করেতে নেমে শুরুতেই বৃষ্টির মুখে হোঁচট খায় ভারত। তারপর বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। দলীয় ৪ রানের সময় খেলা বন্ধ হয়। বৃষ্টির পরে দলীয় ৫ রানে ভারত শিবিরে আঘাত হানে মোস্তাফিজুর রহমান। ১৩ বলে ৪ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফিরায় তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৪ রান। ব্যাটিংয়ে আছেন বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান। বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, সাইফুদ্দিন, মেহদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জয়াদ। ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, বিজয় শংকর, হার্ডিক পান্ডিয়া, এম এস ধোনি, দিনাশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, জাসপ্রিত বুমরাহ, চাহাল। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2MnFElY
May 28, 2019 at 01:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top