বুন্দেসলিগাকে নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছে বায়ার্ন মিউনিখ। গত ছয়বারের চ্যাম্পিয়ন তারা। রেকর্ড টানা সপ্তমবারের মতো শিরোপা ঘরে তুলল বাভারিয়ানরা। আজ শনিবার মৌসুমের শেষ ম্যাচে এইনট্রাচট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে নিকো কোভাকের শিষ্যরা। একসময় এই ক্লাবটিরও কোচ ছিলেন এই কোভাক। এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয়েছে বায়ার্নের। তাদের নিকট প্রতিদ্বন্দ্বি বরুশিয়া ডর্টমুন্ড সমান ম্যাচে ৭৬ পয়েন্ট অর্জন করে। অ্যালেঞ্জ অ্যারেনায় ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। গোল করেন কিংসলে কোমান। প্রথমার্ধে আর গোল পায়নি বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধও করে ফেলেছিল ফ্রাঙ্কফুর্ট। ৫০ মিনিটে গোল করেন সেবাস্তিয়ান হালের। এরপরই ভয়ংকর হয়ে উঠে বায়ার্ন। তিন মিনিট পরই দলকে আবারও এগিয়ে দেন ডেভিড আলাভা। এরপর ৫৮ মিনিটে রেনেতো সানচেজ, ৭২ মিনিটে ফ্রাঙ্ক রিবেরি আর ৭৮ মিনিটে গোল করে ব্যবধান ৫-১ করেন আরিয়ান রোবেন। এমএ/ ১০:৩৩/ ১৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2YCqgmW
May 18, 2019 at 06:33PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন