অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। স্প্যানিশ তথা বিশ্ব ফুটবলের অন্যতম বড় লিগ লা লিগায় ধারাভাষ্য দেয়ার সুযোগ মিলল জামাল ভূঁইয়ার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আজ (শনিবার) ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন ভ্যালেন্সিয়া আর ভায়াদলিদের ম্যাচে। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টা ১০ মিনিটে। ম্যাচ শুরুর আগে সহকারী ভাষ্যকারদের বাংলাদেশের ফুটবল নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন জামাল ভূঁইয়া। এছাড়া বাংলাদেশসহ বিভিন্ন দেশের দর্শকরা তাকে নানা প্রশ্ন করেছেন। দুবাই ভিত্তিক স্পোর্টস চ্যানেল বিইনের আমন্ত্রণে লা লিগায় ধারাভাষ্য দিতে গেছেন জামাল ভূঁইয়া। আগামীকাল (রোববার) আরও বড় ম্যাচের ধারাবিবরণীতে দেখা যাবে তাকে। কাল বাংলাদেশ সময় রাত ৮টা ১৫মিনিটে লিওনেল মেসির বার্সেলোনা মুখোমুখি হবে এইবারের। সে ম্যাচেও ধারাভাষ্যকার হিসেবে থাকবেন জামাল ভূঁইয়া। মাঠে খেলবেন মেসি-পিকে-সুয়ারেজরা। আর সে ম্যাচের ধারাভাষ্য দেবেন বাংলাদেশ দলের অধিনায়ক? লাল-সবুজের দেশের ফুটবলের জন্য এটি আসলেই বিশাল এক প্রাপ্তি। এমএ/ ১০:৩৩/ ১৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HqYXpP
May 18, 2019 at 06:40PM
18 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top