কেপটাউন, ১১ মে- সন্ত্রাসীদের গুলিতে ইমন হোসেন (২৫) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের ফেলিকনপার্ক এলাকা ব্যবসা করতেন। বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাতে স্থানীয় নিগ্রো সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। নিহত ইমন হোসেন নোয়াখালী পৌরসভার সোনাপুর বাজারের ব্যবসায়ী ও কালিতারা এলাকার আবু তাহের মাস্টারের ছেলে। ইমনের মৃত্যুর খবরটি শুক্রবার (১০ মে) সকালে তার বন্ধু মোস্তাফিজুর রহমান বাবুর মাধ্যমে জানতে পারে পরিবারের সদস্যরা। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে গত তিন বছর আগে ইমন দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে কিছু দিন চাকরি করার পর এক আত্মীয়ের সহযোগিতায় কেপটাউন শহরের ফেলিকনপার্ক এলাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। কিছুদিন আগ থেকে স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করলে ইমন টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষুব্দ হয়ে বৃহস্পতিবার রাতে মুখোশ পরা নিগ্রো সন্ত্রাসী দল ইমনের দোকানে হামলা চালিয়ে লুটপাট করতে থাকে। এসময় ইমন বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। এমএ/ ০৪:১১/ ১১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WDqsS6
May 11, 2019 at 10:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top