গোট বিশ্বে একযোগে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি কামনায় অন্যান্য মুসলমানের মতো রোজা রাখছেন আইপিএলে খেলা মুসলিম ক্রিকেটারেরা। দিনে রোজা রেখে রাতে ম্যাচ খেলে প্রশংসায় ভাসছেন আফগানিস্তানের দুই তারকা রশিদ খান ও মোহাম্মদ নবী। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন রশিদ ও নবী। চলমান দ্বাদশ টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইফতারি করে খেলেন তারা। তীব্র গরমের মধ্যে সারাদিন রোজা রাখার পর মাঠে নামলেও তাদের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি। এতে রীতিমতো বিস্মিত দিল্লি ওপেনার শিখর ধাওয়ান। এক টুইটবার্তায় সবাইকে রমজানের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আলাদাভাবে নবী-রশিদের প্রশংসা করেছেন তিনি। ভারতীয় ওপেনার লেখেন, সবাইকে রামাদান কারিমের শুভেচ্ছা। তাই তাদের নিয়ে গর্বিত। গোটা দিন রোজা রাখার পর রাতে ম্যাচ খেলা সহজ নয়। কিন্তু তারা অনায়াসেই সেটি করে দেখিয়েছে। তাদের দেশ ও বিশ্ব ক্রিকেটের জন্য এটা দারুণ অনুপ্রেরণার বিষয়। মহান আল্লাহর রহমত কামনা করে ধাওয়ান আরো লেখেন, তোমাদের উদ্যম সবাইকে বড় স্বপ্ন দেখতে প্রেরণা দেয়। আল্লাহর রহমত যেন সবসময় তোমাদের সঙ্গে থাকে। এলিমিনেটরে দিল্লির বিপক্ষে শ্বাসরূদ্ধকর ম্যাচে ২ উইকেটে হারলেও ব্যাটে-বলে মোটামুটি সফল ছিলেন নবী। ১৩ বলে ২০ রান করার পাশাপাশি ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান দেন তিনি। আর ব্যাট হাতে রানের দেখা না পেলেও বোলিংয়ে দলকে জয়ের আশা দেখান রশিদ। যদিও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ২ উইকেট তুলে নেন তিনি। সূত্র: যুগান্তর আর এস/ ১০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/30aiD8O
May 11, 2019 at 06:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top