কলকাতা, ১৮ মে- রাজ্যের শেষ দফায় লোকসভা ভোটের পাশাপাশি রয়েছে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন৷ শুক্রবার শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারে বেড়িয়েছিলেন তৃণমূলের প্রার্থী মদন মিত্র৷ সেই সময় একদল লোক জয়শ্রীরাম স্লোগান দিতে থাকেন৷ উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁকিনাড়া বাজার সংলগ্ন এলাকা৷ শুক্রবার বিকালে তৃণমূল প্রার্থী মদন মিত্র একটি রোড শো করেন৷ তিঁনি তার কর্মী ও সমর্থকদের নিয়ে যখন কাঁকিনাড়া বাজারের কাছ দিয়ে যাচ্ছিলেন৷ সেই সময় হঠাৎ একদল লোক তৃণমূল প্রার্থীকে উদ্দেশ্য করে জয়শ্রীরাম স্লোগান দিতে থাকেন৷ তখন তাদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের হাতাহাতি শুরু হয়ে যায়৷ উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে৷ মদন মিত্রের অভিযোগ, অর্জুন সিং এর উস্কানিতে বিজেপি আশ্রিত দুস্কৃতিরা এলাকায় নোংরামি করছে৷ ওরা রামকে বেঁচে খায়৷ আর আমিতো রামসীতার পুজো করি৷ এছাড়া তিঁনি এদিনের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভুমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন৷ এবং বলেন ওরাতো বিজেপির লোক৷ আগামী ১৯ মে উত্তর ২৪ পরগণার ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন৷ তাই আজ শুক্রবার থেকেই তৃণমূল প্রার্থী মদন মিত্র কাঁকিনাড়ায় ঘাটি গেড়েছেন৷ মদন মিত্র জানান, আজ থেকে তিঁনি কলকাতার ভবানীপুর ছেড়ে ভাটপাড়ার কাঁকিনাড়ায় থাকবেন৷ ভোটে জয়লাভ করার পরও ওই বাড়িতেই তাঁকে পাওয়া যাবে৷ যদিও ভোটের ফলাফল ঘোষনার পরই জানা যাবে এই কেন্দ্রে কে জিতবে৷ তৃণমূল না বিজেপি৷ ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকে প্রার্থী করেছে বিজেপি। শোনা যায় ভাটপাড়া অর্জুন সিংয়ের খাসতালুক। সেখানে ভোট মানে প্রেস্টিজিয়াস ফাইট অর্জুনের কাছে। তিনি দলত্যাগের পর বিজেপি বারাকপুর লোকসভা আসনের তাঁকে প্রার্থী করেছে৷ আর অর্জুনের উপরে ভরসা রেখেই তাঁর ছেলে পবনকে বিধানসভায় প্রার্থী করেছে বিজেপি। ফলে এবার ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মত রাজনৈতিক মহলের। এন এ/১৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JNTF9o
May 18, 2019 at 07:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top