কলকাতা, ১৮ মে- বিদ্যাসাগরের মূর্তি গড়া নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে রাজনীতি চলছে। মূর্তি গড়ার রাজনীতিতে এবার জড়িয়ে গেল প্রদেশ কংগ্রেসও। তৃণমূল-বিজেপিকে জবাব দিতে এবার তারাই বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করবে। প্রদেশ কংগ্রেসের ছাত্র-যুবরা বিধানভবনের চৌহদ্দির মধ্যেই বিদ্যাসাগরের মূর্তি বসাতে চলেছে। শুক্রবারই মূর্তি বসানোর পরিকল্পনা ছিল। কিন্তু নির্বাচন কমিশন ৩২৪ ধারা প্রয়োগ করায় এদিন বিধানভবনে মূর্তি স্থাপন আটকে যায়। ১৯ মে ভোট মিটলে তারপর মূর্তি বসানো হবে। কৃষ্ণনগরের ঘুর্ণির শিল্পী দিলীপ পাল ফাইবার গ্লাস দিয়ে মূর্তিটি তৈরি করেছেন। যুব কংগ্রেসের সহ সভাপতি রোহন মিত্র বলেন, বিদ্যাসাগর আমাদের সংস্কৃতির ধারক-বাহক। তাঁকে নিয়ে তৃণমূল-বিজেপি যেভাবে নোংরা রাজনীতি করছে তার প্রতিবাদ জানাতেই আমরা মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, মঙ্গলবার শাহের রোড শো থেকে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে। পর দিন বুধবার ওই ঘটনায় তৃণমূলের দিকে পাল্টা আঙুল তোলেন শাহ। কিন্তু ওই দিন এ রাজ্যে প্রচারে এলেও মূর্তি ভাঙা প্রসঙ্গে নীরব ছিলেন মোদী। বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের মউয়ে ভোটপ্রচারে গিয়ে মোদী বলেন, অমিত শাহের রোড শোয়ের সময় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূলের গুন্ডারা। যারা এ কাজ করেছে, তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। বিদ্যাসাগরের মতাদর্শে বিশ্বাস রাখি। তাই তৃণমূলের গুন্ডাদের জবাব দিতে ওই জায়গাতেই বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি তৈরি করবে আমাদের সরকার। তৎক্ষণাৎ মথুরাপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব, ভিক্ষে চাই না। আমাদের টাকা আছে। বানিয়ে নেব। কিন্তু ওরা ২০০ বছরের হেরিটেজ ফিরিয়ে দিতে পারবে তো? পর্যবেক্ষকদের মতে, বিদ্যাসাগরকে নিয়ে বিজেপি-তৃণমূলের লড়াইয়ে মাঝে কংগ্রেসও যে ফায়দা তুলতে চাইছে সেটা পরিস্কার। আর/০৮:১৪/১৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WReS5U
May 18, 2019 at 06:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top