গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘুর্নিঝড় ফনীর প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জ, নাচোল ও ভোলহাট উপজেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন খবর না পাওয়া গেলেও গোমস্তাপুরে বাড়ির পাশের ডোবায় জমা বৃষ্টির পানিতে এক শিশুর মৃত্যুর খবর মিলেছে। গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোরসালিন (৪) বাড়ির বাইরে বের হয়ে শনিবার পানিতে ডুবে মারা যায়। পরে ডোবার পানি থেকে দুপুরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিহাব রাইহান জানান, ডোবায় বৃষ্টির জমা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘুর্নিঝড় ফনীর প্রভাবে শুক্রবার রাত ও শনিবার সকালে বৃষ্টিপাত হয়েছে, সেই সাথে ছিল হালকা ঝড়ো হাওয়া। তবে বৃষ্টিপাতে মাঠে থাকা ধান কিছুটা হেলে পড়ায় কৃষকের মাথায় দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার ড. জাহাঙ্গীর ফিরোজ জানান, মাঠের ১০ ভাগ ধান কাটা হলেও, বাকি পাকা ধান কিছুটা হেলে পড়েছে, তবে এতে উৎপাদনের উপর খুব বেশি প্রভাব পড়বে না।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৫-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2Y7kCJ0

May 04, 2019 at 07:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top