কলকাতা, ০৪ মে- রাস্তায় ষাঁড়ের আক্রমণে যদি কেউ আহত হন, তাহলেও মামলা করুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে। বিজেপিকে নিশানা করেন এদিন এমনটাই বললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব। বারাবাঁকির সভায় ভাষণ দিচ্ছিলেন তিনি। অখিলেশ প্রশ্ন করেন, যদি ষাঁড় মানুষকে আক্রমণ করে তাহলে পুলিশ এফআইআর-এ পুলিশ কী লিখবে। কোন ধারায় মামলা হবে, এমনই প্রশ্ন করেন তিনি। কনৌজে অখিলেশের সভায় ষাঁড় ২৫ এপ্রিল কনৌজ-এ সভা ছিল অখিলেশ যাদব ও ডিম্পল যাদবের। যদি স্থানীয় পুলিশ সময় মতো ষাঁড়টিতে না তাড়াত বড় সংখ্যায় মানুষের পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারত ওই দিন। এক পুলিশ আধিকারিক জানিয়েছিলেন, বেশ কয়েকজনের আঘাত লেগেছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছিল। সাহারানপুরে আদিত্যনাথের সভায় ষাঁড় এর আগে সাহারানপুরে যোগী আদিত্যনাথের সভায়ও ষাঁড় হানা দিয়েছিল। হেলিকপ্টার থেকে নেমে তিনি গাড়ির মধ্যে গিয়ে বসেন। এই সময় হাই সিকিওরিটি জোনে একটি ষাঁড় ঢুকে পড়ে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ষাঁড় তাড়ানোক চেষ্টা শুরু করেন। তবে আদিত্যনাথের গাড়ির চালক খুব তাড়াতাড়ি গাড়িটি নিয়ে বেরিয়ে যান। প্রিয়ঙ্কার বারাবাঁকির রোড শো-এ ষাঁড় ২৭ এপ্রিল প্রিয়ঙ্কা গান্ধী বারাবাঁকিতে রোড শো করেন। সেই সময় সেই রোড শোতে একটি ষাঁড় ঢুকে পড়ে। রোড শোতে থাকা কংগ্রেস কর্মী সমর্থকরা এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে দেন। ১৫ মিনিট এইভাবে চলার পর ষাঁড়টিকে বন্দি করা হয়। এমএ/ ০৯:১১/ ০৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2V2xcHA
May 05, 2019 at 03:22AM
04 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top