সিডনি, ২৫ মে- আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে সাবেক অজি ক্রিকেটার ব্রেট লি ৩ জন পেসারকে বেছে নিয়েছেন।আসন্ন বিশ্বকাপে গতির ঝড়ে ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করবে। লির পছন্দের ৩ জনের তালিকার দুজনই অস্ট্রেলিয়ান, আর একজন ভারতীয়। একসময় শোয়েব আখতার ও ব্রেটলির মধ্যে গতির প্রতিযোগিতা হতো। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের ত্রাস সাবেক এই অজি পেসার তাই বিশ্বকাপ শুরুর আগে জানিয়েছেন তার নির্বাচিত ৩ পেসারের নাম। আলোচিত ওই ৩ জন পেসার হলেন ভারতের জাসপ্রীত বুমরাহ এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। তিন পেসার সম্পর্কে লির মূল্যায়ন বুমরাহ সম্পর্কে লির মূল্যায়ন, তার হাতে ভালো পেস আছে এবং সে ধারাবাহিকভাবে দারুণ ইয়র্কার করতে পারে।অসাধারণ একজন বোলার সে। তার দখলে বেশকিছু রেকর্ড আছে। অস্ট্রেলিয়ান দুই পেসার স্টার্ক ও কামিন্স সম্পর্কে লি বলেন, কামিন্সের হাতে পেস আছে। সে লাইন-লেন্থ যথাযথ রেখে ও বৈচিত্র্যতা এনে বোলিং করতে পারে। হ্যা, একজন পেসারের প্রয়োজনীয় সব অস্ত্রই সে প্রয়োগ করতে পারে। আর আপনার স্টার্ককে বেছে নিতে হবেই। কারণ সে একজন বিশ্বমানের বোলা। তার পেস সামলানো খুব সহজ নয়। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2W4JDIk
May 25, 2019 at 05:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top