লন্ডন, ২৫ মে- দুয়ারে বিশ্বকাপ। তার আগেই ইনজুরি আতঙ্কে দলগুলো। বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে চোটাক্রান্ত হয়েছেন, ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান, নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান টম লাথাম, আফগানসেরা ওপেনার মোহাম্মদ শেহজাদসহ আরো অনেকেই। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন চোট নিয়ে বড় দুশ্চিন্তায় আফগান শিবিরও। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগান তারকা ওপেনার মোহাম্মদ শাহজাদ চোট পেয়ে মাঠ ছাড়েন। ৫টি চার হাঁকিয়ে ২৫ বলে ২৩ রান করে দারুণ এক ইনিংস গড়ার পথেই চোটাক্রান্ত হয়ে সাজঘরে ফেরেন তিনি। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামার আগেই অনুশীলনে বাঁ হাতের তর্জনীতে চোট পান ইংল্যান্ড অধিনায়ক। শুক্রবার সকালে অনুশীলনের সময় ফিল্ডিং করতে গিয়ে বাঁ-হাতের তর্জনীতে চোট পান ইংলিশ অধিনায়ক। মরগানের হাতের আঙুলে এক্স-রে করার পর রিপোর্ট পেলেই জানা যাবে তার চোট কতটা গুরুতর। শুক্রবার কার্ডিফে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লংকান ক্রিকেটার অভিষ্কা ফার্নান্দো। ইনজুরিতে আছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান টম লাথামসহ আরো অনেকেই। সবশেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোটাক্রান্ত হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমএ/ ০৪:৩৩/ ২৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2M5mtgo
May 25, 2019 at 12:21AM
25 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top