কলকাতা, ২৫ মে- বাংলার ৪২টি আসনের মধ্যে ৪২টিই তৃণমূলকে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফলাফল প্রকাশের পর বড়সড় ধাক্কা খেয়েছে তৃণমূল। রাজ্যে ১৮টি আসন পেয়ে বিধানসভা ভোটকে টার্গেট করছে বিজেপি। এমন অবস্থায় শুক্রবার কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন দিন ধরে একাধিক ঘটনার প্রতিবাদে গর্জে উঠছে মমতার কলম। বিদ্যাসাগরের মূর্তির প্রতিবাদে লিখেছিলেন কবিতা। এবার ফলপ্রকাশের পরের দিন সাম্প্রদায়িকতাকে বিঁধে মানি না শীর্ষক কবিতা লিখলেন মমতা। মানি না সাম্প্রদায়িকতার রঙ আমি বিশ্বাস করি না, সর্ব ধর্মেই সর্ব উগ্রতা-নম্রতা আছে। আমি নম্র জাগরণের এক সহিষ্ণু সেবক, বাংলায় যার উত্থান। বিশ্বাস করি না সাময়িক উগ্র ধর্ম বিক্রি করতে- বিশ্বাস করি মানবিকতার আলোকে আলোকিত ধর্ম। ধর্ম বিক্রি যাদের তাস ধর্ম পাহাড়ে টাকার বাস?? আমি থাকি আমার নিজ কর্মে কর্ম নেই তোমাদের!!!! তাই বিক্রি হয় উগ্রতার ধর্মে? যারা বিশ্বাস করেন সহনশীলতায়- আসুন, জাগরিত করুন একসাথে আসুন সবাই। সারা বিশ্ব একটাই দেশ- তবে এ কি অঙ্ক? যার উগ্রতাই অভিলাষ। মানি না pic.twitter.com/7rvliPLZrV Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2019 শুধু বাংলাতেই নয়, মানি না কবিতাটি হিন্দি ও ইংরেজিতেও লিখেছেন মমতা। मैं नहीं मानती pic.twitter.com/c6er47gaYS Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2019 I Do Not Agree pic.twitter.com/RFVjiunJQt Mamata Banerjee (@MamataOfficial) May 24, 2019 মোদী আসার আভাস স্পষ্ট হতে গতকাল টুইটারে মমতা বার্তা দিয়েছিলেন,বিজয়ীদের অভিনন্দন। কিন্তু সব হেরোরা হেরো নয়। পর্যালোচনার পর আমাদের মত দেব। ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মিলিয়ে গণনাপদ্ধতি আগে শেষ হতে দিন। পশ্চিমবঙ্গে ১৮টি আসন ঝুলিতে পুরেছে বিজেপি। তৃণমূলের জুটেছে ২২টি আসন। দ্বিগুণ বেড়ে বিজেপির ভোটের হার। পাল্লা দিয়ে কমেছে বাম ভোট। বাম ভোটই গিয়েছে রামে। রাজনৈতিক মহল মনে করছে, মেরুকরণের রাজনীতির ফায়দা তুলেছে বিজেপি। এরাজ্যেও বইতে শুরু করেছে হিন্দুত্বের হাওয়া। সে জন্য বিজেপির দিকে একমুখী ভোট হয়েছে বাংলায়। আর এস/ ২৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2X3woEb
May 24, 2019 at 08:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন