কলকাতা, ২৫ মে- বাবা নয় দলই তার কাছে বড়, বলেছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু৷ লোকসভার ফল ঘোষনার পর সেই শুভ্রাংশু ১৮০ ডিগ্রি ঘুরে গেল৷ দল বহিস্কার করার পর তার প্রতিক্রিয়া, তৃণমূলে থেকে কিছু করলেও দোষ, না করলেও দোষ৷ শুক্রবার (২৪ মে) বিকালে সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষনা করেন, বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়কে ৬ বছরের জন্য বহিস্কার করা হল৷ জানিয়ে দেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করা ছাড়াও দল বিরোধী কাজ ও কথা বলার জন্য পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে৷ তৃণমূল মহাসচিব আরও বলেন,দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করা হচ্ছিল বীজপুরের বিধায়কের কার্যকলাপ৷ কখনও সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, আবার কখনও তিনি বেফাঁস মন্তব্য করেছেন৷ যা দল অনুমোদন করে না৷ বহিস্কারের পর শুভ্রাংশু জানান, তৃণমূলে থেকে কিছু করলেও দোষ, না করলেও দোষ৷ এখন খোলা হাওয়ায় ঘুরতে পারব। ওরা সব সময় আমাকে সন্দেহের চোখে দেখত৷ সেখান থেকে রেহাই পেলাম৷ তৃণমূল দলেতো শুধু নিজেদের মধ্যে মারপিঠ, মানুষকে ছোট করা ছাড়া আর কিছু নেই। শুক্রবার দুপুরে বীজপুরে বাড়িতেই বসেই শুভ্রাংশু রায় তৃণমূলের এই ধরাশায়ী অবস্থার জন্যে তাঁর বাবার প্রশংসা করেন৷ বলেন, বারাকপুর লোকসভায় বীজপুর থেকে লিড দেব বলেছিলাম৷ কিন্তু তা হয়নি৷ বাবার কাছে হেরে গিয়েছি বীজপুরে ও বারাকপুর লোকসভায়৷ বাবাকে মানুষ বেছে নিয়েছেন৷ ভুলে গিয়েছিলাম মুকুল রায়ও ভূমিপুত্র৷ তাঁর সংযোজন, কাঁচরাপাড়ার কাঁচা ছেলে বলে দলের কেই কেউ সমালোচনা করেছিল বাবাকে৷ কিন্তু মানুষ তা মেনে নেয়নি৷ এখানে রায় পরিবারের সম্মান রয়েছে৷ মানুষ বুঝিয়ে দিল রায় পরিবারের কাঁচা ছেলেই কাঁচা মাথায় চাণক্যের বুদ্ধি দিয়ে দল তৈরি করেছিলেন, তারপর নিজেই তা শেষ করে দিলেন৷ শুভ্রাংশুর নিশানা করেন পার্থ চট্টোপাধ্যায়কে৷ এর ঘন্টা কয়েকের মধ্যেই তৃণমূল মহাসচিব মুকুল পুত্র ও বীজপুরের তৃণমূল বিধায়কের বহিষ্কারের কথা প্রকাশ্যে ঘোষণা করেন৷ জানিয়ে দেন দল বিরোধী কাজ বরদাস্ত হবে না৷ তৃণমূলে থেকে শুভ্রাংশু রায়ের মুখে অন্য দলের নেতার প্রশংসার সমালোচনা করেন তিনি৷ এমএ/ ০০:২২/ ২৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Hz2lPA
May 24, 2019 at 08:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন