কলকাতা, ২৩ মে- গোটা দেশে মোদী সুনামিতে খড়কুটোর মোট উড়ে গেলো বিরোধীরা। উত্তর প্রদেশে মহাজোট করেও থামানো গেলো না BJPকে। এমনকি বিহারেও মহাজোট করে মুখ থুবড়ে পড়ল কংগ্রেস। তাছাড়া কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটক, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে বিজেপির কাছে ল্যাজে গোবরে কংগ্রেস। এবার নির্বাচনে অভাবনীয় ফল করে সবাইকে তাক লাগিয়ে দিলো বিজেপি। এবার বাংলাতেও বিজেপির জয়জয়কার। গতবারের নির্বাচনে এই বাংলা থেকে মাত্র দুটি আসনে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু সেসব অতীত। এবার রাজ্য থেকে মমতা ব্যানার্জীকে উৎখাত করার জন্য কোমর বেঁধে নেমেছিল রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরাজ্যে এক ডজনের উপরে সভা করে বুঝিয়ে দিয়েছিলেন যে, এবার আর তিনি মমতা ব্যানার্জীকে ছাড়বেন না। আর এর ফলই দেখা গেলো আজকের গণনায়। রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ১৯ টি তে এগিয়ে বিজেপি। তৃণমূল ২২ আসনে এগিয়ে, আর কংগ্রেস ১ টি আসনে এগিয়ে। শুধু তাই নয়, এবার মমতা ব্যানার্জীর মুসলিম ভোট ব্যাঙ্কে বড়সড় থাবা বসিয়েছে বঙ্গ বিজেপি। অপ্রত্যাশিত ভাবে মালদহ দক্ষিণের মতো লোকসভা আসনে বিজেপির জয়জয়কার। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে জিতলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদহ উত্তরে বিজেপির জয়ের আশা থাকলেও দক্ষিণ আসনে বিজেপির জয়ের প্রত্যাশা কেউ করেনি। কিন্তু সেখানেই এবার চমক দিলো বিজেপি। সংখ্যালঘু অধ্যুষিত মালদহে বিজেপির এই জয় বড়সড় আতঙ্ক সৃষ্টি করছে শাসক দলে। এমএ/ ০৪:২২/ ২৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HvTVIt
May 23, 2019 at 12:23PM
23 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top