ঢাকা, ২৩ মে- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র্যাঙ্কিংয়ে সপ্তম অবস্থানে ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। টানা তিন জয় এবং এক ড্রয়ের ফলে বাংলাদেশের রেটিং পয়েন্টও বেড়েছে ৪। এখন টাইগারদের বর্তমান রেটিং পয়েন্ট ৯০। তবে র্যাঙ্কিংয়ে অবস্থান সপ্তম স্থানেই আছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টাইগারদের ঠিক ওপরে ৬ষ্ঠ স্থানে অবস্থান করা পাকিস্থানের রেটিং বাংলাদেশের থেকে ৪ বেশি, ৯৪। বাংলাদেশের পেছনে থাকা ত্রিদেশীয় সিরিজের ফাইনালের প্রতিপক্ষ উইন্ডিজের ৭৭ রেটিং নিয়ে ৮ম স্থানে অবস্থান করছে। যথারীতি ইংল্যান্ড এখনো শীর্ষে আছে। তাদের রেটিং পয়েন্ট ১২৪। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করা ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিচ্ছে। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের কাঁধে নিঃশ্বাস ফেলছে ভারত। প্রসঙ্গত, র্যাঙ্কিংয়ে পরিবর্তন না এলেও বিশ্বকাপের আগে টানা জয় এবং রেটিংয়ে উলট-পালট নিশ্চয় বাংলাদেশের জন্য বড় সান্ত্বনা। এমএ/ ০৪:২২/ ২৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2wgzSrg
May 23, 2019 at 12:31PM
23 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top