আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, টাইগারের নাচের তালে মজেছেন দর্শকরা। মাইকেল জ্যাকসনের মতো মুন ডান্স কিংবা হৃত্বিক রোশনের দিওয়ানা হ্যায় দেখো-র তালে তিনিও মন ভরিয়েছেন দর্শকদের। স্টুডেন্ট অব দ্য ইয়ার ২-এ তারা সুতারিয়া এবং অনন্যা পাণ্ডের সঙ্গে তাকে দেখা গিয়েছে। কিন্তু জ্যাকি পুত্রের নাম নিয়ে কিন্তু বেশ জল্পনা রয়েছে। বি টাউনে প্রবেশের সময় তিনি কিন্তু ট্রলডও হয়েছেন। টাইগার শ্রফের কেন এই নাম? অক্ষয় কুমারের ক্ষেত্রে যেমন রাজীব ভাটিয়াই তার আসল নাম, সালমান খানের নাম যেমন আবদুল রশিদ সালিম সালমান খান। ক্যাটরিনা কাইফের আসল নাম ক্যাটরিনা তুরকোতে। এটাই বা কজন জানেন। কাজল যেমন কাজলই লেখেন, মুখোপাধ্যায় পদবী ব্যবহার করেন না। রণবীর সিং ভাবনানিও যেমন ভাবনানি ব্যবহার করেননা। কিন্তু টাইগারের ক্ষেত্রে আসল ব্যাপারটা ঠিক কী? টাইগারের আসল দর্শকরা জানতে পারলেন, স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ ছবি থেকেই। দর্শকদের মধ্যে কেউ কেউ সিনেমা শেষ হওয়ার পরও শিল্পী ও কলাকুশলীদের নাম দেখানো পর্যন্ত অপেক্ষা করেন। তাদের মধ্যেই এক জন প্রথমে দেখেন টাইগারের আসল নাম কী। টাইগারের নাম জয় হেমন্ত শ্রফ। জ্যাকির ছেলের নাম এবার নিশ্চয়ই অনুরাগীদের বেশ পছন্দই হবে। এমএ/ ১০:২২/ ২১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Jwxfdu
May 21, 2019 at 06:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top