বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বে টাইগার ক্রিকেটের আমূল বদলে গেছে। বিশ্ব দরবারে উচ্চাসীনে বসেছে লাল-সবুজ জার্সিধারীরা। ক্যারিয়ারের শুরু থেকেই দলকে একসুঁতোয় গেঁথে রাখার কাজটা ভালোভাবেই করে যাচ্ছেন মাশরাফি। প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুই অ্যাংকেল মিলিয়ে ১০ বার ডাক্তারের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিয়েছেন। তবুও পিছপা হননি তিনি। ঘাড় বাঁকা করে ফিরেছেন সদর্পে। দোর্দণ্ড প্রতাপে নিজের কারিশমা দেখিয়েছেন। দলকে ভালোবেসে, দেশকে ভালোবেসে এখনো লড়ে যাচ্ছেন ম্যাশ। তাই তো তিনি অন্যদের চেয়ে আলাদা। পেয়েছেন বিশ্বজোড়া খ্যাতি। তার লড়াকু মানসিকতায় ভীষণ মুগ্ধ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার শন পোলক। এতটাই বিমুগ্ধ যে নড়াইল এক্সপ্রেসকে নিয়ে তিনি বলেছেন, তুমি আমাকে একজন মাশরাফি দাও, আমি তোমাকে ১১টা সোনার টুকরা (খেলোয়াড়) উপহার দেব। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ১০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VTPwHl
May 11, 2019 at 04:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top