কলকাতা, ১০ মে- ঠিক সময়ে বাস না পাওয়ায় ক্ষোভ গিয়ে পড়ল পুলিসের ওপরেই। থানায় ঢুকে ভাঙচুর চালাল খোদ পুলিসই। বৃহস্পতিবার সন্ধেয় আরামবাগ থাকায় তাণ্ডব চালায় সত্তর সশস্ত্র বাহিনীর জওয়ানরা। ভোটের ডিউটিতে কোচবিহার থেকে আরামবাগে এসেছিলেন ওইসব জওয়ান। এতদিন ছিলেন আরামবাগ বয়েজ স্কুলে। বৃহস্পতিবার তাদের মেদিনীপুর ফিরে যাওয়ার কথা। সেই মতো তার তৈরিও হয়ে গিয়েছিলেন। কিন্তু বাস আসতে দেরি করে। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। অবশেষে রাত সাড়ে দশটা নাগাদ একটি বাস এলেও অন্য একটি বাস আসেনি। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করেন তারা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, থানায় যাকে সামনে পেয়েছেন তাকেই পিটিয়েছেন তারা। বাহিনীর লোকজনের হাতে মার খান পুলিস কর্মীরা। ছবি তুলতে গিয়ে মার খান কয়েকজন সাংবাদিকও। তাদের কাছ থেকে মোবাইল, ক্যামেরা কেড়ে নেওয়া হয়। সাংবাদিকদের অনেকে থানার ভেতরে লুকিয়ে পড়েন। বহিনীর সদস্যদের তাণ্ডব রূপ দেখে তাদের সামনে আসেননি পুলিসের কোনও আধিকারিক। সাংবাদিকদের হুমকি দেওয়া হয়, খবর করলে প্রাণে মেরে ফেলা হবে। এনিয়ে পুলিসের পক্ষ থেকে কেউই মুখ খুলতে চাননি। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ১০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VeRNZm
May 11, 2019 at 03:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top