কাশ্মীর ইস্যুতে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি জানিয়েছিলেন গৌতম গম্ভীর। সেই তিনিই দিল্লি থেকে বিজেপির ব্যানারে নির্বাচিত হয়েছেন। পরপরই তার সমালোচনায় মেতে উঠলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হন। এর জেরে পাক বিরোধিতায় সোচ্চার হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। অগ্রভাগে ছিলেন সাবেক ওপেনার গম্ভীর। মূলত তিনিই বৈশ্বিক টুর্নামেন্টে পাক-ভারত ম্যাচ বাতিলের জোরালো দাবি জানান। সেই পরিপ্রেক্ষিতে গম্ভীরকে পাগল আখ্যায়িত করে আফ্রিদি বলেন, সে যা বলেছে তা কোনো শিক্ষিত ব্যক্তির সঙ্গে যায় না। বুমবুমখ্যাত ক্রিকেটার বলেন, গৌতম সুস্থ, স্বাভাবিক মানুষ নয়। কোনো শিক্ষিত মানুষ এভাবে ঘৃণা ছড়াতে পারে না। বিশ্বকাপের খেলায় রাজনীতি জড়ানো অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এটি মোটেও কাম্য নয়। সূত্র: যুগান্তর আর এস/ ২৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/30KTqBW
May 25, 2019 at 09:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top