কলকাতা, ২৩ মে- গণতন্ত্রের থাপ্পড় হারে হারে টের পেলেন তৃণমূল সুপ্রিমো৷ বলেছিলেন বাংলায় ৪২-এ ৪২ পাবে তৃণমূল৷ বাস্তবে বল অন্য৷ পাঁচ বছরেই বিজেপির আসন ২ থেকে বেড়ে দু অঙ্কে৷ মোদী-মমতা প্রচারে উত্তপ্ত হয়েছে বাংলা৷ একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করেছেন৷ তাদের স্লোগান যুদ্ধ কর্মী, সমর্থকদের মুখে মুখে ফিরেছে৷ প্রচারে ঝড় তুলেছে৷ কিন্তু সেই স্লোগানই বুমেরাং হল তৃণমূল নেত্রীর কাছে৷ রাজ্যে গেরুয়া হাওয়া ছিল৷ বুঝেছিলেন দূরদর্শী মমতা৷ তাই রাজ্য চষে ফেলেছিলেন প্রচারে৷ বাংলায় এসে দিদিকে উন্নয়নের স্পিড ব্রেকার বলেছিলেন প্রধানমন্ত্রী৷ জবাবে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, মোদীকে গণতন্ত্রের থাপ্পড় মারা উচিত৷ একজন মুখ্যমন্ত্রীর কী এই ধরণের ভাষা প্রয়োগ করতে পারেন? বিতর্ক হয় বাংলার মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে৷ পরে রাজ্যের বুকেও মোদীর প্রচারে উঠে আসে থাপ্পড় প্রসঙ্গ৷ বলেছিলেন, দিদি এবার লাড্ডু পাবেন৷ তাই আমার বিরুদ্ধে এত রাগ৷ তৃণমূল নেত্রী পালটা বলেন, এবার আর ক্ষমতায় ফিরবেন না মোদী৷ তাই ওদের মাটির লাড্ডু দেব৷ যার ভিতরে থাকবে কাঁকর৷ এখানেই শেষ নয়৷ উঠতে বসতে মোদীকে ব্যক্তিগত আক্রমণও করেছেন মমতা৷ যশোদাবেনের নাম তুলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যে নিজের স্ত্রীকে স্বীকৃতি দিতে ব্যর্থ তিনি কীভাবে দেশ চালাবেন৷ এই মন্তব্যের পর মমতার বিরুদ্ধে কমিশনে যাওয়ার চিন্তা করেছিল বাংলার বিজেপি নেতারা৷ কেন্দ্রের বিজেপি সরকারকে স্বৈরাচারী বলে অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী৷ কেন্দ্রীয় সব প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহারের অভিযোগ ওঠে মোদী সরকারের বিরুদ্ধে৷ মমতা আওয়াজ তুলেছিলেন, ১৯ মোদী ফিনিশ৷ কিন্তু বাস্তবে হল উলটো৷ পোক্ত হল বিজেপি৷ দেশের ৩০০-র বেশ কিছুটা বেশি আসন পেয়ে ফের সরকার গড়ার পথে নরেন্দ্র মোদী৷ মমতার চড়া সুরের সঙ্গেই যোগ হয়েছিল আট বছরের তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের অসন্তোষ৷ পঞ্চায়েত ভোটে বিরোধীদের উপর হিংসা সহ সিন্ডিকেটরাজ, বাহুবলীদের কার্যকলাপ, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, কর্ম সংস্থানের বিষয়গুলি৷ অন্যরাজ্যেও বিরোধী জোটের অবস্থা বেশ শোচনীয়৷ আশাতীত নয় হাত শিবিরের পারফরমেন্স৷ বুয়া-বাবুয়া জুটিও ফ্লপ৷ চন্দ্রবাবু, কুমারস্বামী থেকে কেজরীওয়াল-সবাকে যেন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া ভার৷ প্রবণতা বলছে ফল খারাপ হয়েছে তৃণমূলেরও৷ ফলে ১৯শে বিজেপি ফিনিশ স্লোগানই যেন ব্যাকফায়ার হল জোড়াফুল শিবিরের ক্ষেত্রে৷ সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ২৩ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HyzCKv
May 23, 2019 at 07:15PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন