মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. ফটিক (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের কারাদ- দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত ফটিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোয়ালডুবি গ্রামের মো. এহিয়া’র ছেলে।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত সরকারি কৌশুলি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবিরের হাট থেকে খাসের হাট সড়কের আলিমনগর এলাকায় র‌্যাব ২ কেজি ১ শ গ্রাম হেরোইনসহ ফটিককে আটক করে। এ ঘটনায় পরের দিন র‌্যাবের এসআই মোস্তাকিম হোসেন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। সদর থানার এসআই রনি সাহা ওই বছরের ২২ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত এই দন্ডাদেশ প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৫-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2V55XMF

May 07, 2019 at 03:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top