একাত্তরের পরে যারা গানে এসেছেন, সবাই একটা পরিবারের মতো থাকতেন। পেশাগত ঈর্ষা তাদের মধ্যে ছিল না।একটা সময় প্রতি রবিবার লীনু বিল্লাহর পল্টনের বাসায় সবাই গান-বাজনা করতেন। কিন্তু ক্রমে সেটা আর হয়নি। তবু রফিকুল আলম, আবিদা সুলতানা, খুরশীদ আলম, কনকচাঁপাদের সঙ্গে সবসময়ই যোগাযোগ হোত।শাম্মী আকতারও তাদের ঘনিষ্ঠ ছিলেন। উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোররাত সাড়ে চারটায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তাঁর মেয়ে ফাল্গুনী নন্দী। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নেওয়ার দুই দিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এরপর অবনতি হতে থাকে। সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালে পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। সূত্র: বাংলা ইনসাইডার আর এস/ ০৭ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2YihytZ
May 07, 2019 at 09:19PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন