ঢাকা, ১৭ মে- আগের চেয়ে অনেকটাই ভালো এ টি এম শামসুজ্জামান। অস্ত্রোপচারের সেলাই ইতোমধ্যে কেটে দেয়া হয়েছে। দুপুরে নিজ হাতে খাবারও খেয়েছেন বাংলা সিনেমার শক্তিমান ও বরেণ্য এই অভিনেতা। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চলাফেরা করছেন হুইল চেয়ারে করে। তবে এখনই তাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে না। সেখানে আরও কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল। তিনি বলেন, বাবাকে (এটিএম শামসুজ্জামান) আরও কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। এরপর কেবিনে স্থানান্তর করা হবে। গত ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থবোধ করলে এ টি এম শাসুজ্জামানকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এন এ/ ১৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2QaduJ9
May 16, 2019 at 09:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top