বিশ্বনাথে সাবেক ইউপি চেয়ারম্যান রিমান্ডে

FB_IMG_1555833746653বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর টাকা আত্মসাৎ করার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত উপজেলা বিএনপির সহ সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারক আলীকে (৬৫)’কে এক দিনের রিমান্ডে থানায় আনা হয়েছে। গত ২০ এপ্রিল তাকে গ্রেফতার করে থানা পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এরপর আবারক আলীর ৫দিনের রিমান্ড চেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ গত ২৯ এপ্রিল সিনিয়র ম্যাজিষ্ট্রেট কাকন দে’র আদালতে আবেদন করেন। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করলে বৃহস্পতিবার (২ মে) আবারক আলীকে বিশ্বনাথ থানায় রিমান্ডে আনা হয়।

প্রসঙ্গ- আবারক আলীর বিরুদ্ধে উপজেলার সিঙ্গেরকাছ পশ্চিমগাঁও গ্রামের মৃত খোয়াজ আলীর পুত্র প্রবাসী আহমদ আলী বাদি হয়ে ১ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫শত টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে গত ২০ এপ্রিল বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৩)। ওই দিনই বিকেলে অভিযুক্ত আবারক আলীকে গ্রেফতার করে থানা পুলিশ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2LnjTlu

May 03, 2019 at 03:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top