বিশ্বনাথে নিহত শিশু খাদিজার দাফন সম্পন্ন : মামলা দায়ের

IMG_20190503_135439বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে নিহত ৪ বছর বয়সী শিশু খাদিজা বেগমের দাফন সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্ত শেষে গত বুধবার বিকেল ৫টায় জানাযার নামাজ শেষে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ মাঝগাঁও গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এঘটনায় খাদিজার দাদা সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরকলস গ্রামের মৃত অছরত উল্লাহর পুত্র আছমত আলী (৫৮) বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে বৃহস্পতিবার (২ মে) রাতে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-১।

প্রসঙ্গ- বিশ্বনাথ উপজেলার সিঙ্গেরকাছ বাজারস্থ যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালামের বাসায় ভাড়াটিয়ে হিসেবে পিতা-মাতার সঙ্গে বসবাসারী খাদিজা বেগম গত মঙ্গলবার সকাল ৭টায় নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের ও স্থানীয় লোকজন খাদিজাকে খোঁজাখুজি করে বেলা ১টায় তাদের ভাড়াটিয়ে বাসায় তার পরিবারের বসবাসের পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত কক্ষ তালাবদ্ধ দেখে স্থানীয় লোকজনদের সন্দেহ হল। একপর্যায়ে লোকজন তালাবদ্ধ ওই ঘরের দরজার তালা ভেঙ্গে কক্ষের ভিতরে প্রবেশ করে দেখতে পান রান্না ঘরের দেয়ালের সাথে দুটি লোহার আলপিনে ঝুলন্ত অবস্থায় খাদিজার লাশ রয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটি লাশ উদ্ধার করে। এরপর সুরতহাল রিপোর্ট শেষে ওই দিন রাত ১০টায় ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়। তবে কেন কে বা কাহারা কেন এই শিশুটিকে হত্যা করেছে এর রহস্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2VF5ZPx

May 03, 2019 at 03:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top