লন্ডন, ৩১ মে- বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছে স্বাগতিক ইংল্যান্ড। আজ দ্বিতীয় দিনে বৃহস্পতিবার মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। প্রস্তুতি ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা। এমনটা জানিয়েছেন দলটির অধিনায়ক জেসন হোল্ডার। এদিকে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ জানিয়েছেন, সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। নটিংহ্যামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। দুদলই একসময় রাজত্ব করেছে ক্রিকেট দুনিয়া। ৭০ এর দশক ছিলো ওয়েস্ট ইন্ডিজের একচ্ছত্র আধিপত্যের। তবে একবিংশ শতাব্দীতে ক্যারিবীয় দৈত্য যেন নখদন্তহীন। বিভিন্ন সময় ব্যক্তিগত নৈপুণ্য দেখালেও ঠিক যেন দল হয়ে ওঠা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। এবারের দলটায় তারকার ছড়াছড়ি। বোলিং নিয়ে কিছুটা ভাবনা থাকলেও ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, এভিন লুইস, কার্লোস ব্রাথওয়েইট, শিমরন হেটমায়ারদের নিয়ে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ। ত্রিদেশীয় সিরিজ থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন শাই হোপ। প্রস্তুতি ম্যাচেও হাঁকিয়েছেন সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐ ম্যাচে পাওয়ার হিটিংয়ের প্রদর্শনীতে চারশর ওপর স্কোর গড়ে হোল্ডারের দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা এজবাস্টনের মতো হাইস্কোরিং ভেন্যুতে হওয়ায় অনুরূপ কিছুরই প্রত্যাশা করছে তারা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক জেসন হোল্ডার বলেন, আসলে আমরা ইংল্যান্ডে খেলতেই মুখিয়ে আছি। স্বস্তির বিষয় হচ্ছে দলের প্রত্যেক খেলোয়াড় ছন্দে আছে। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। পাকিস্তান দল নিয়ে আমাদের পরিকল্পনা আছে। হোল্ডারের পরিকল্পনা ভেস্তে দিতে প্রস্তুত পাকিস্তান। তবে সেজন্য সাম্প্রতিক হতাশার বলয় থেকে বেরোতে হবে তাদের। টানা ১০ ওডিআইয়ে জয়ের মুখ দেখেনি সরফরাজের দল। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছেও হয়েছে ধরাশায়ী। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৪-০তে সবশেষ সিরিজ হারলেও বিশ্বকাপের দেশে দীর্ঘদিন খেলায় কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার কথা তাদের। পাশাপাশি ফেভারিট না হয়েও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুখস্মৃতিও মনের কোণে উঁকি দিতে পারে। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, আগের ফলাফল নিয়ে ভেবে লাভ নেই। আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। প্রতিপক্ষকে রুখতে উইকেট নিতে হবে। আমাদের বোলাররা যেটা করতে পারছেনা। তবে ইতিবাচক দিক হচ্ছে ব্যাটসম্যানরা ভালো খেলছে। দীর্ঘদিন পর দলে ফিরছেন মোহাম্মদ আমির। তবে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের একাদশে জায়গা পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। একাদশ যাই হোক, বিশ্ব ময়দানে নামার আগ পর্যন্ত আনপ্রেডিক্টেবল পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে অনুমান করা কঠিনই। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/৩১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EK2jCC
May 31, 2019 at 06:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন