রিয়াদ, ৩১ মে- মাহে রমজানের পবিত্রমাসে, নিজের কন্যাদের নিয়ে ওমরাহ হজ পালন করতে মক্কাশরীফে অবস্থান করছেন শহীদ আফ্রিদি। রমজানের পবিত্র মাসে ওমরাহ পালন করতে গিয়ে টুইট বার্তায় আফ্রিদি বলেন, এই পবিত্র রমজান মাসে, মক্কা শরীফে উপস্থিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা সত্যিই দারুণ ব্যাপার। যদি কেউ রমজান মাসে ওমরাহ পালনের সুযোগ পায় তাহেল সে যেন তা মিস না করে। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে ৫২৪ ম্যাচ খেলে ৫৪১ উইকেট শিকার করেন আফ্রিদি। এছাড়া ব্যাট হাতে ১১ হাজার ১৯৬ রান সংগ্রহ করেন এই অলরাউন্ডার। নিজের মেয়েদের নিয়ে সম্প্রতি পাকিস্তানের এই সাবকে কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, গত কয়েক বছরে চার মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে কী, একেক জনের জন্মের পর আমার ভাগ্যের চাকা আরও বেশি করে ঘুরেছে। বাবার কাছে মেয়েরা আশীর্বাদ। আমার কাছে ওরা সবাই আশীর্বাদের মতো। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/৩১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2IbNfyl
May 31, 2019 at 05:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন