কুয়ালালামপুর, ৩১ মে- মালয়েশিয়ায় একটি শহরের কাছে পাম বাগান থেকে রিপন হোসেন (৪২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের খড়িঞ্চা স্কুলপাড়া গ্রামের ইছাহক আলীর ছেলে। নিহতের চাচাতো ভাই সিঙ্গাপুর প্রবাসী আমিনুর রহমান জানান, মালেশিয়ার একটি শহরের একটি পাম বাগান থেকে রিপনের লাশ উদ্ধার করা হয়। রিপন পাঁচভাই তিন বোনের মধ্যে বড় ভাই। দেশে তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ধার-দেনা করে দুবছর আগে সে মালেশিয়া যায়। তবে সেখানে তার বৈধ কাগজপত্র হয়নি। নিহতের পিতা ইছাহক আলী জানান, মালেশিয়ায় তার ছেলে একটি পামট্রি বাগানে কাজ করতেন। সোমবার রাতে একটি পামবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে তিনি অন্য প্রবাসীদের মাধ্যমে জানতে পেরেছেন। নিহতের চাচাতো ভাই আমিনুর জানান, ইতিমধ্যেই তার নাগরিকত্ব সনদপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জমা দেয়া হয়েছে। হাইকমিশন আনুসাঙ্গিক কাজ শেষ করলে দ্রুত তার মরদেহ দেশে আনা সম্ভব হবে। তিনি আরো জানান, মরদেহ দেশে আনার জন্য যে খরচ। তা পরিশোধের সামর্থ্য রিপনের পরিবারের নেই। রিপনের পিতা তার ছেলের মরদেহ দেশে আনতে সহায়তার জন্য সরকার ও হাইকমিশনের দৃষ্টি সহযোগিতা চেয়েছেন। আর/০৮:১৪/৩১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WfIPQV
May 31, 2019 at 04:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top