কলকাতা, ৩০ মে- আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে জয় শ্রী রাম ধ্বনি। আর সেই ধ্বনি শুনে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সব কটাকে তাড়িয়ে ছাড়ব। রাজনৈতিক সংর্ঘষে উত্তপ্ত নৈহাটি। ঘরছাড়াদের ফেরাতে এদিন অবস্থান বিক্ষোভে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে ওঠে জয় শ্রী রাম ধ্বনি। তার আগে কুহু কুহু-ও শোনা গিয়েছে। ভিডিয়োয় কণ্ঠস্বর শুনে মনে হল, দুটি শিশুর পথের ধারে দাঁড়িয়ে জয় শ্রী রাম ধ্বনি দিয়েছে। এরপরই গাড়ি থেকে নেমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,ব্যাটা বিজেপির বাচ্চা। ডাকাত। ক্রিমিনাল। সব কটাকে তাড়িয়ে ছাড়ব। অ্যাই.. যার খাবে তার... বাঙালিদের মারবে। পরে নৈহাটির সভায় মুখ্যমন্ত্রী বলেন, গাড়ির সামনে এসে গালিগালাজ করেছে। সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারতাম। লোকগুলোকে চিনে রেখেছি। আমাদের স্লোগান জয় হিন্দ। জয় বাংলা লক্ষ বার কোটি বার বলব। জয় হিন্দ বলব। লোকের সঙ্গে দেখা হলেই বলব জয় হিন্দ। এন এ/ ৩০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WvdeKj
May 30, 2019 at 04:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top