মুম্বাই, ৩০ মে- ছোট থেকে বিদ্যা বালানের চেহারা রোগা নয়। বরং তাঁর শারীরিক গঠন মোটার দিকেই। তা নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি নায়িকাকে। এমনকি বলিউডে অভিনয় শুরু করার পরও তাঁকে চেহারা নিয়ে সমালোচনা শুনতে হয়েছে। একাধিকবার বডি শেমিংয়েরও শিকার হতে হয়েছে তাঁকে। এর আগেও এ সব নিয়ে মুখ খুলেছেন নায়িকা। এ বার প্রকাশ্যেই কেঁদে ফেললেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজের শারীরিক গঠন নিয়ে কথা বলতে বলতে কেঁদে ফেলেছেন বিদ্যা। কতবার চেহারা নিয়ে বিভিন্ন জোকস শুনতে হয়েছে তাঁকে, বলেছেন সে কথাও। তবে এ সংক্রান্ত সমালোচনাকে পাত্তা না দিয়ে প্রতিবাদ করার পরামর্শ দিয়েছেন। নিজের শর্তে বাঁচার কথা বলেছেন নায়িকা। এ নিয়ে আগেই বিদ্যা বলেছেন, সারা জীবন হরমোনের সমস্যায় ভুগছি আমি। যখন অল্প বয়েস, লোকে বলত, এত সুন্দর দেখতে তোমায়, একটু ওজন কমিয়ে ফেল। এটা শুনতে কিন্তু সব সময় ভাল লাগে না। আমি ব্যায়াম করতাম। তাতে হরমোনের সমস্যা কিছু কমেছিল। কিন্তু পরে আবার বেড়ে যায়। আসলে লোকে ভাবে, ভুল খাবার, শরীরচর্চা না করার জন্য মোটা হয়ে যাচ্ছি। আসলে তো তা নয়। হরমোনের সমস্যার জন্য কখনও রোগা হতেই পারলাম না। শরীরচর্চা করতে বললেই আমার রাগ হয়ে যায়। কী ভাবে লোকে জানতে পারছে, আমি শরীরচর্চা করছি না? কত চ্যালেঞ্জ পেরতে হচ্ছে, তার খবর কেউ রাখে কি? এন এ/ ৩০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JIAO0c
May 30, 2019 at 04:33PM
30 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top