হাওড়া, ০১ মে- এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে বুধবার আন্দুল রাজবাড়িতে নির্বাচনী প্রচার থেকে আক্রমণের ঝড় তোলেন মুখ্যমন্ত্রী। কটাক্ষের সুরে মমতা বলেন, কোনওদিন রাজনীতি করেছে! আমাদের ব্লক সভাপতির যা যোগ্যতা আছে সেটা অমিত শাহের নেই। জেলা সভাপতির যা যোগ্যতা আছে সেটা নরেন্দ্র মোদির নেই। এমন নেতাদের দেশের মানুষ ভোট দেবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ নরেন্দ্র মোদির সমাজ এবং রাজনীতি সম্পর্কে জ্ঞান নেই বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, রাজনৈতিক দলের রাজনীতি ও সমাজ সম্পর্কে জানা উচিত। দেশের সংস্কৃতি সম্পর্কে জানা উচিত। নির্বাচন আসলেই দাঙ্গা লাগিয়ে দাও। ভেদাভেদের রাজনীতি করে ওরা। অন্যদিকে কিভাবে তিনি নরেন্দ্র মোদিকে চিনলেন, এদিন সে তথ্যও প্রকাশ্যে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। আন্দুলের সভায় তৃণমূল সুপ্রিমো জানান, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, তখন আরএসএসের প্রচারক ছিলেন নরেন্দ্র মোদি। বইতেন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ব্যাগ। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, চিনতামও না কোনওদিনই। আমি প্রথম দেখেছিলাম, অটলবিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী। গুজরাটে ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের সময় রেলমন্ত্রী ছিলাম। রাতে রেললাইন পেতে দিয়েছিলাম। তখন গুজরাটে গিয়েছিলাম। অটলজির ব্যাগ ধরে নামছেন এক ভদ্রলোক। তখন অটলজিকে জিজ্ঞাসা করেছিলাম, ইনি কে? তৎকালীন প্রধানমন্ত্রী জবাব দিয়েছিলেন, ইনি নরেন্দ্র মোদি। আরএসএসের প্রচারক। তারপরই সরাসরি আক্রমণ শানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ওঁর হাতে এখন গোটা দেশের দায়িত্ব। বিজেপি দলের দায়িত্ব। আর তা কেমন চলছে সেটা আডবাণীজিকে জিজ্ঞেস করুন অভিজ্ঞতা কী। মুরলী মনোহর যোশীকে জিজ্ঞেস করুন, অভিজ্ঞতা কী। আমি বলতে চাই না। আসলে বিজেপির অন্দরে যে শীর্ষ নেতাদের চোখে নরেন্দ্র মোদির হিটলারি ভাবমূর্তি ভাল নয়, তা বোঝাতেই এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এন এ/ ০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2vzd6dH
May 02, 2019 at 06:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top