কলকাতা, ০২ মে- বাংলায় রাহুল গান্ধী এবং কংগ্রেসের সম্পর্কে প্রচারে এখনও পর্যন্ত কোনও কড়া শব্দ ব্যবহার করেনি সিপিএম৷ সেক্ষেত্রে সৌজন্যতা রক্ষা করতেই রাহুলের বিরুদ্ধে কোনও কড়া শব্দ ব্যবহার করতে চায় না সিপিএম৷ কিন্তু রাজ্যের বাকি বামদলগুলি অবশ্য কংগ্রেসের ব্যাপারে চুপচাপ নয়৷ রাজ্যে বামফ্রন্ট এবং কংগ্রেসের আসন সমঝোতা হয়নি৷ ওই বিচ্ছেদ হওয়ারই ছিল৷ শুক্রবার রায়গঞ্জ এবং মুর্শিদাবাদে প্রার্থী ঘোষণা করে বাম-কং বিচ্ছেদেই শীলমোহর দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে শুক্রবার সন্ধ্যায় বামফ্রন্টের জেতা কেন্দ্র রায়গঞ্জ এবং মুর্শিদাবাদে সিপিআইএম তথা বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিম এবং বদরুদ্দোজা খানের নাম ঘোষণা করেন৷ যদিও কংগ্রেসের জেতা জঙ্গিপুর এবং মালদা দক্ষিণ কেন্দ্রে প্রার্থী দেয়নি বামফ্রন্ট৷ কিন্তু, বাংলার গণতন্ত্র রক্ষায় কংগ্রেস এবং বামফ্রন্ট একসুরেই রাজ্যের শাসক তৃণমূল এবং কেন্দ্রের শাসক বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে৷ কিন্তু ঠিক বিপরীত চিত্র দেখা গিয়েছে কেরলে৷ কেরল প্রদেশ কংগ্রেস অভিযোগ জানিয়েছে, সিপিএম কেরলে লোকসভা নির্বাচন জিততে দশকের পর দশক ধরে ষড়যন্ত্র করেছে৷ কেরলে লোকসভা নির্বচনে সিপিএম যা করেছে, তা থেকে বলা যায় দেশের গণতান্ত্রিক কাঠামোকে তারা ধ্বংস করছে৷ এদিকে বাম শর্ত না মেনে কংগ্রেসের সিনিয়ার নেতা অধীর চৌধুরির বিরুদ্ধে বহরমপুরে প্রার্থী দিয়েছে বাম শরিক আরএসপি৷ সেখানে রাহুল গান্ধী বা কংগ্রেসের সৌজন্যতা তারা মানেনি৷ সিপিএমেক এক নেতার কতায়, যাই হোক রাহুল গান্ধীর বিরুদ্দে আমরা প্রচারে যাচ্ছি না৷ যদিও পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বলেছিলেন, রাহুকে আমরা হারানোর চেষ্টা করব৷ কিন্তু তার বেশি কিছু বলা হয়নি৷ বাংলাতেও বলা হচ্ছে না৷ কেরলে ক্ষমতায় রয়েছে বামফ্রন্ট৷ শাসকজোটের সব থেকে বড় দল দল সিপিএম৷ কিন্তু প্রধান বিরোধী কংগ্রেস৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কেরলের ওয়ানাড থেকে লড়াই করছেন৷ তবে সৌজন্য রাখতে ইতিমধ্যেই বলেছেন, সিপিএমের বিরুদ্ধে তিনি প্রচারে কোনও কথা বলবেন না৷ তবে তিনি কিছু না বললেও কেরলে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদেশ সভাপতি মুল্লাপাল্লি রামচন্দ্রণের অভিযোগ, কাসারগোড লোকসভা কেন্দ্রে পায়ান্নুর বিধানসভার পিলাথারা ওইউপি বিদ্যালয়ের ১৯ নম্বর বুথে ভুয়ো ভোট হয়েছে৷ সিপিএম সেই ভোট করিয়েছে৷ মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের জবাব জবাব চাই৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে সিপিএম৷ কংগ্রেস তাদের সঙ্গে রয়েছে৷ কিন্তু কেরলে কী হচ্ছে৷ কংগ্রেস অভিযোগ করছে সিপিএম গণতন্ত্রকে হত্যা করছে৷ প্রসঙ্গত কেরলে সিপিএম-কংগ্রেসের লড়াই খুব পুরনো৷ কেরলে বিজেপিও সংগঠন তৈরি করছে৷ ২০১৮ সালের অক্টোবরের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর সিপিএম সাফ জানিয়েছিল, আরএসএস এবং বিজেপির সঙ্গে এক লাইনে রাজনীতি করছে কংগ্রেস৷ বাংলায় কংগ্রেসের সঙ্গে দোস্তি এবং কেরলে কুস্তি, এই নিয়ে সুর চড়চ্ছে বিজেপি তৃণমূল৷ এমএ/ ০০:১১/ ০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PLmd4w
May 02, 2019 at 06:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top