কিছু অভিনেতা আছেন তারা যেন ইন্ডাস্ট্রিতে হিরো হতেই এসেছেন। তাদের চেহারার গড়নের জন্যই বরাবর তারা হিরোর চরিত্রেই অভিনয় করেন। তাই আমাদের চেনা হিরোরা যদি একটু অন্যচরিত্রেও চেষ্টা করতেন তাহলে কিন্তু মন্দ হত না। মানে ভিলেনের চরিত্রে আর কী। তবে বাস্তব জীবনে ভিলেন এরকম অভিনেতাও আছেন অনেকে। দেখে নিন তারা কে কে... সালমান খান- হিট অ্যান্ড রান কেস মামলায় ৫ বছরের জেল হয়েছিল এই অভিনেতার। যদিও কিছুদিনের জন্যই জেলে ছিলেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ তিনি কৃষ্ণসার হরিণ মেরেছিলেন। সল্লু মিঞার আরও একটি গুণ আছে। একবার এক সাংবাদিককেও তিনি থাপ্পড় দিয়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন সত্যিই সালমান এক বড় ভিলেন। সঞ্জয় দত্ত- নিয়মিত ড্রাগ নিতেন তিনি। আইন ভেঙে নিজের কাছে বন্দুক রাখার জন্য এবং ১৯৯৩ মুম্বাই বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে তার জেল হয়েছিল। সাইফ আলি খান- পাতৌদি প্যালেসের ছোট নবাব। এক রেস্তোরাঁয় ওয়েটারকে ঘুঁষি মারার অপরাধে সাইফের জেল হয়েছিল। শাইনি আহুজা- বাড়ির গৃহপরিচারিকাকে ধর্ষণ করেছেন। এই মর্মে একটি অভিযোগ দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। যা কিন্তু কখনই একজন অভিনেতার পক্ষে কাম্য নয়। যদিও শাইনির বউ তাকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু সেরকম কিছুই প্রমাণ দেখাতে পারেনি। ফলে তার জেল হয়। রাজপাল যাদব- কমেডি অভিনেতা হিসেবে তিনি পরিচিত। কিন্তু একবার প্রায় ৫ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে তাকে ১০ বছর জেলে কাটাতে হয়। এমএ/ ০০:২২/ ০২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Lj6omT
May 02, 2019 at 06:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন