কলকাতা, ১৩ মে- ভারতের পশ্চিমবঙ্গের বৌদ্ধদের ওপর জেএমবির নারী জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাতে পারে- এমন তথ্যই মিলেছে গোয়েন্দাদের কাছে। এছাড়া আইএস জঙ্গিদের হামলারও আশঙ্কার কথা জানা গেছে গোয়েন্দা তথ্যে। জঙ্গি হানার এই হুমকির মুখে উদ্বিগ্ন বৌদ্ধরা নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। বৌদ্ধদের ওপর হামলার আশঙ্কা রয়েছে ১২ ও ১৮ মে। এর পরেই হামলা ঠেকাতে প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ। রবিবার ১২ মে বৌদ্ধ মন্দিরে জেএমবি-র মহিলা জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাতে পারে বলে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি-র তরফে রাজ্যকে বৃহস্পতিবার সতর্কবার্তা পাঠানো হয়। এ বার পশ্চিমবঙ্গের বৌদ্ধ প্রতিষ্ঠানগুলি জঙ্গিদের নিশানায় বলে কেন্দ্রীয় গোয়েন্দারা সতর্কবার্তা দেওয়ার পর উদ্বিগ্ন রাজ্যের বৌদ্ধদের অনেকে। বিশেষ করে নির্বাচন নিয়ে এখন ব্যস্ত পুলিশ-প্রশাসন। ফলে, বৌদ্ধরা আশঙ্কা করছেন, সেই সুযোগকে জঙ্গিরা কাজে লাগাতে পারে। ভারত ও বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে বুদ্ধ পূর্ণিমা ১৮ মে। ফলে, বুদ্ধ পূর্ণিমার দিন রাজ্যের সব বৌদ্ধ প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার আবেদন জানাচ্ছে বৌদ্ধ সমিতিগুলো। শুধু জেএমবি নয়, একই কায়দায় আইএস নারী জঙ্গিরা রমজান মাসে কোনও বৌদ্ধ মন্দিরে হামলা চালাতে পারে বলে রাজ্যকে কেন্দ্রীয় গোয়েন্দারা সতর্ক করেছেন। সূত্র : এই সময় এমএ/ ০১:৩৩/ ১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/30gr2Yc
May 13, 2019 at 09:40AM
13 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top