হায়দরাবাদ, ১৩ মে- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শ্বাসরুদ্ধকর এক ফাইনাল দেখলো ক্রিকেট বিশ্ব। রোববার (১২ মে) ভারতের হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ঘটে গেলো আইপিএল ইতিহাসের অন্যতম জমজমাট এক ফাইনাল ম্যাচ। যেখানে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ বলে জয় পায় মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বাইয়ের দেওয়া ১৪৯ রানের জবাবে শেষ বল পর্যন্ত লড়াই করে ১৪৮ রানে থেমে যেতে হয় চেন্নাইকে। মুম্বাই জয় পায় এক রানে। পুরো ম্যাচটিই ছিলো ঘটনাবহুল। যার মধ্যে অন্যতম ছিলো মুম্বাইয়ের ইনিংসের শেষ ওভারে আম্পায়ারের সিদ্ধান্ত অপছন্দ হওয়ায় কাইরন পোলার্ডের অভিনব প্রতিবাদের মুহূর্তটি। তবে এজন্য জরিমানাও গুনতে হয়েছে তাকে। ডোয়াইন ব্রাভোর করা সে ওভারের প্রথম বলে নিশ্চিত সিঙ্গেল নেননি পোলার্ড। পরের বলটি ওয়াইড ইয়র্কার করেন ব্রাভো, কিন্তু উইকেট ছেড়ে অফসাইডে সরে আসায় ওয়াইডের সিগন্যাল দেননি আম্পায়ার নিতিন মেনন, যা মেনে নেন পোলার্ড। এ পরিকল্পনা সফল হওয়ায় পরের বলটিও একই জায়গায় করেন ব্রাভো। কিন্তু এবার আর অফের দিকে সরেননি পোলার্ড। ফলে সেটি ছিলো নিশ্চিত ওয়াইড। কিন্তু আম্পায়ার এটিকেও রায় দেন বৈধ ডেলিভারি হিসেবে। যা একদমই পছন্দ হয়নি পোলার্ডের। তাৎক্ষণিকভাবে ব্যাট আকাশে ছুড়ে নিজের হতাশা প্রকাশ করেন এ ক্যারিবীয় ক্রিকেটার। পরে সে ওভারের চতুর্থ বলে ব্রাভো যখন রানআপে ছিলেন, তখনই নিজের স্টাম্প ছেড়ে ওয়াইডের দাগ বরাবর স্টান্স নেন পোলার্ড। মনে হচ্ছিলো সেখান থেকেই ব্যাটিং করবেন তিনি। তবে শেষমুহূর্তে সরে যান তিনি। ফলে আম্পায়ার ডেড বল ঘোষণা করেন সেটিকে। তখন দুই আম্পায়ার মিলে তাকে বোঝানোর চেষ্টা করেন এবং সামাল দেন সে পরিস্থিতি। তবে পুরো ঘটনাটিকে ভালো চোখে দেখেননি ম্যাচ রেফারি জাভাগাল শ্রিনাথ। তাই তো ম্যাচ শেষে অনানুষ্ঠানিক শুনানিতে পোলার্ডের ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত জানান তিনি। নিজের অপরাধ মেনে নেয়ায় পোলার্ডের বিপক্ষে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HjFAxF
May 13, 2019 at 09:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top