ঢাকা, ০২ মে- বিতর্ক তৈরি করতে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের জুরি মেলা ভার। বহুদিন হলে মহেশ ভাট কন্যা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে টার্গেট করে নানান মন্তব্য করে চলেছেন কঙ্গনা। তার সঙ্গে এবার গলা মেলালেন কঙ্গনার বোন রঙ্গোলি চন্দেলও। আলিয়ার কাজ নিয়েও খারাপ কথা বলেন কঙ্গনা। আবার আলিয়া ও তার মা সোনি রাজদানের নাগরিকত্ব নিয়েও কটাক্ষ করেছেন তিনি। তবে হাজারও আক্রমণে বরাবরই চুপ থেকেছেন আলিয়া। তার স্পষ্ট জবাব ছিল, যে যা বলছে বলুক, এসব নিয়ে মাথা ঘামাতে আমি রাজি নই, আমি চুপ থাকতেই পছন্দ করি। কঙ্গনার বোন রঙ্গোলির আক্রমণের নিশানায় পড়েন আলিয়ার বাবা তথা খ্যাতনামা পরিচালক, প্রযোজক খোদ মহেশ ভাট। রঙ্গোলি মহেশ ভাটকে আক্রমণ করে টুইট করেছিলেন, মহেশজী কখনওই কঙ্গনাকে ব্রেক দেননি, দিয়েছিলেন অনুরাগ বসু, আর ছবির প্রযোজনা করেছিলেন মহেশ ভাটের ভাই মুকেশ ভাট। সম্প্রতি, কঙ্গনা ও রঙ্গোলি চান্দেলের এই ধরণের আক্রমণের বিষয় নিযে মহেশ ভাটকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, আমরা কখনই নিজের সন্তান উপর কিংবা সন্তানসম এমন কারোর দিকে আঙুল তুলি না। ও (কঙ্গনা) তো বাচ্চা। ওর বিরুদ্ধে কথা বলতে আমরা রুচিতে বাঁধে। এই ধরণের কথা বলে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিলেন মহেশ ভাট। ততটাই বুদ্ধি ধরেন আলিয়া ভাটও। এমএ/ ১১:২২/ ০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DK0rtc
May 03, 2019 at 05:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top