কলকাতা, ০২ মে- প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস শিবিরে রয়েছেন নুসরত জাহান, মিমি চক্রবর্তীর মত বাংলা সিনেমার তারকা৷ সিপিএমের হলেও সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্র এবং কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো সিনে-তারকা এবং পরিচালকরা প্রচার করেছে. সেক্ষেত্রে নির্বাচনের লড়াইয়ে বাংলায় ময়দানে ভোজপুরি সিনেমার গায়ক-নায়ক পবন সিং এবং বলিউডের ড্রিমগার্লহেমা মালিনীকে নিয়ে এসে প্রচার শুরু করতে চলেছে বিজেপি৷ শুক্রবার বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রচার করতে পৌছাবেন পবন৷ সকাল সাড়ে দশটায় নদিয়া জুটমিলের সামনে তিনি প্রচার করবেন৷ রোডশো চলবে৷ দুপুর তিনটের সময় হুগলির ব্যান্ডেলের লিচুবাগান বস্তিতে প্রচার করবেন৷ বিকেল পাঁচটায় হাওড়ার জয়শোয়াল হাসপাতালের সামনে প্রচার করতে৷ শনিবার কলকাতাতে প্রচার করবেন পবন৷ এমএম ফিদা রোড, বিডন স্ট্রিটে তাকে প্রচার করতে দেখা যাবে৷ অন্যদিকে ড্রিমগার্ল হেমা মালিনী ইতিমধ্যেই মথুরা থেকে বিজেপির সাংসদ৷ তিনি শুক্রবার ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে প্রচার করবেন৷ এরপর তিনি শ্রীরামপুরে প্রচার করতে যাবেন৷ প্রচার করতে আসবেন বারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটিতেও৷ রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গে ২৩টিরও বেশি আসনে জয়ের লক্ষে লড়াই করছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে ব্যাপক প্রচার চালিয়েছেন৷ মোদী বাংলায় ১৩টি সভা করবেন৷ কলকাতায় বিশাল রোড-শোতেও কী মোদীকে দেখতে পাওয়া যাবে আপাতত বিজেপি সেই চেষ্টাই করছে৷ অমিত শাহ ইতিমধ্যেই রাজ্যে ৯টি জনসভা করেছেন৷ ওই জনসভা লাগাতার চলবে বলেই মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে পাওয়া ২৭ শতাংশ ভোট পেয়েছে বিজেপি৷ ওই ভোট বেড়ে যদি ৪৫ শতাংশ হয়, একমাত্র তাহলেই পশ্চিমবঙ্গে ২২-২৩টি লোকসভা আসন পেতে পারে বিজেপি মনে করছে রাজনৈতিক মহল৷ রাজনৈতিক মহল এবং নির্বাচন বিশেষজ্ঞদের মতে বাংলায় বাড়তি ১৮ শতাংশ ভোট জোগার করা বিজেপির পক্ষে একসময় অত্যন্ত কঠিন কাজ মনে হলেও পরিস্থিতি ঘুরেছে৷ তবে এই ১৮ শতাংশের গণ্ডি টোপকে যেতে পারলে তবেই নরেন্দ্র মোদী-অমিত শাহের ২২-২৩টি লোকসভা আসন জয়ের স্বপ্ন সফল হবে৷ নির্বাচন বিশেষজ্ঞরা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বিজেপির সঙ্গে উভমুখী লড়াইয়ে তৃণমূলই রয়েছে৷ মমতা পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের উৎস খুঁজে বার করতে চাইবেন৷ সেক্ষেত্রে বিজেপি বিরোধী হিসেবে ময়দানে একা লড়াই করতে চাইবেন না মুখ্যমন্ত্রী৷ শতাংশের হিসেবে, বামফ্রন্ট যদি ১৮ শতাংশ ভোট পায়, তবে কংগ্রেসও এই রাজ্যে ৮-১০ শতাংশ ভোট পাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা৷ মমতা চাইবেন বাং এবং কংগ্রেসের ভোট চানতে৷ সেক্ষেত্রে বারাকপুর, হুগলির মতো শিল্পাঞ্চলে পবন সিং, হেমা মালিনীদের নিয়ে এসে পালটা চাল দিয়েছে বিজেপি৷ এন এ/ ০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DEDSGb
May 03, 2019 at 05:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top