১৩ সংখ্যার দুটি নম্বর চোখের পলকে গুণ করার অসাধারণ গণন ক্ষমতার জন্য ১৯৮২ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ অন্তর্ভুক্ত হয় ভারতীয় লেখক ও মানব ক্যালকুলেটর শকুন্তলা দেবী। এ গাণিতিক বিস্ময়ের জীবনী নিয়ে এবার নির্মিত হচ্ছে সিনেমা। এতে তার ভূমিকায় পর্দায় অভিনয় করবেন বলিউড তারকা বিদ্যা বালান। গত বছর সিনেমাটিতে বিদ্যার অভিনয় করার গুঞ্জন শোনা যায়। গত বুধবার বিদ্যা নিজেই ভারতীয় সংবাদমাধ্যমে অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে ডার্টি পিকচারখ্যাত অভিনেত্রী বলেন, পর্দায় মানব কম্পিউটার শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুব এক্সসাইটেড। ওনার মতো মানুষ খুব কম দেখা যায়। নারীবাদী শকুন্তলা দেবী দুনিয়ার সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন। সিনেমাটি পরিচালনা করছেন অনু মেনোন এবং প্রযোজনা করছেন বিক্রম মালহোত্ররা। চলতি বছর সিনেমার শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২০ সালে। এমএ/ ০৫:৩৩/ ১০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/30cHKYL
May 10, 2019 at 11:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top