দোহা, ১০ মে- কাতারের আলাদিয়া শহরে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে লিটন (২০) নামে একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ি গ্রামে। বাবার নাম মৃত মোকাদ্দেস ফকির। তিনি দুই বছর আগে জীবিকার সন্ধানে কাতার যান। বৃহস্পতিবার লিটনের বড় ভাই মোনারুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে কাতার থেকে এক আদম ব্যবসায়ী তাকে ফোন করে বাস দুর্ঘটনায় লিটনের নিহতের কথা জানিয়ে ফোন বন্ধ করে রাখেন। পরে মোনারুল কাতারপ্রবাসী তার খালাত ভাই রফিকুল ইসলামের কাছে ফোন করে লিটনের নিহতের খবর শোনেন। ওই দুর্ঘটনায় টাঙ্গাইল ও যশোর জেলার আরও দুই শ্রমিক নিহত হয়েছেন বলে মোনারুলকে জানিয়েছেন। তবে রফিকুল তাদের ঠিকানা জানাতে পারেননি। বৃহস্পতিবার দুপুরে রফিকুল কাতার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ রফিককে দুদিন পর হাসপাতালে গিয়ে লিটনের মরদেহ দেখে যেতে বলেছেন। এমএ/ ০৪:০০/ ১০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2LzJ4Bv
May 10, 2019 at 10:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top